জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

0
123
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ অত্র বিশ্ববিদ্যালয়ে দ্রুত ফরেনসিক মেডিসিন ও পূর্ণাঙ্গ বোন ম্যারো টান্সপ্লান্টেশন চালু, বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা ও ভবিষ্যত পরিকল্পনা, মিশন, ভিশন নিয়ে রূপকল্প ২০৪১ তৈরি, বঙ্গবন্ধুর স্বাস্থ্য ভাবনা নিয়ে গবেষণামূলক গ্রন্থ প্রকাশের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার ২৫ মে ২০২১ইং তারিখে ডা. মিল্টন হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন স্টিয়ারিং কমিটির সভায় তিনি এই নির্দেশ দেন। সভায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহীত প্রায় একশত কর্মসূচী নিয়ে আলোচনা হয়। সভায় কমিটির সদস্যবৃন্দ তাদের মূল্যবান মতামত দেন। সভায় বৃক্ষ রোপন কর্মসূচী পালন, হেলথ ক্যাম্পের আয়োজন, বিভিন্ন দিবস উদযাপন, শিক্ষক শিক্ষার্থীদের মাঝে মুজিববর্ষের পদক প্রদান, রেসিডেন্ট চিকিৎসকদের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য করোনা ভাইরাস নিয়ে সচেতনামূলক কর্মসূচীর আয়োজন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ, মুজিববর্ষ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংরক্ষণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।
গুরুত্বপূর্ণ ওই সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, বেসিক সাইন্স অনুষদের ডীন অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. মাসুদা বেগম, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, শিশু অনুষদের ডীন অধ্যাপক ডা. শাহীন আকতার, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মোঃ হারিসুল হক, হল প্রোভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ডা. এএইচএম জহুরুল হক সাচ্চু, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েদুর রহমান, গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আশরাফুন্নেসা, চীফ এস্টেট অফিসার ডা. একেএম শরীফুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. মোঃ নাজমুল করিম মানিক, মিডিয়া সেল কর্মকর্তা সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার-ই-মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিলেন ১৫০ জন
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে আজ মঙ্গলবার ২৫ মে ২০২১ইং তারিখে চলমান কঠোর লকডাউনের মাঝেও মোট ১৫০ জন কোভিড ১৯ এর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। গত ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫ শত ৬৪ জন এবং আজ মঙ্গলবার ২৫ মে ২০২১ইং পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪২ হাজার ৮ শত ৭৪ জন। এদিকে বেতার ভবনের পিসিআর ল্যাবে আজ মঙ্গলবার ২৫ মে ২০২১ইং পর্যন্ত পর্যন্ত ১ লক্ষ ৪৩ হাজার ৯ শত ৮৭ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে আজ মঙ্গলবার ২৫ মে ২০২১ইং পর্যন্ত ৯৬ হাজার ৮ শত ৩৩ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। অন্যদিকে করোনা ইউনিটে আজ মঙ্গলবার ২৫ মে সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৭ শত ৮৮ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৯ শত ২৬ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ১ শত ৯৪ জন। বর্তমানে ভর্তি আছেন ৬২ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ৭ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার। সার্বিক তত্ত্বাবধানে মিডিয়া সেল।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here