জাতির পিতার সহচর কনিষ্ঠ এমপি সাইফুল মারা গেছেন

0
127
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর নাটোরের বাগাতিপাড়ার সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ সাইফুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রোববার (১০ মে) বিকাল তিনটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরহুম সাইফুল ইসলাম নানা জটিল রোগে আক্রান্ত হয়ে শহরের পটুয়াপাড়া এলাকায় নিজ বাসভবনে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন। অবস্থার অবনতি হলে গত ৫ মে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।মরহুম সাইফুল ইসলামের প্রথম জানাজার নামাজ গ্রামের বাড়ী নলডাঙ্গা ছাতারভাগ বাদ মাগবিব অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান।অন্যদিকে নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাবীউর রহমান পিপলু জানিয়েছেন, আজ (রোববার) বাদ এশা পটুয়াপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুম সাইফুল ইসলামের জানাজা নামাজ শেষে গাড়িখানা গোরস্থানে দাফন করা হয়।সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুতে শোক জানিয়েছেন নাটোর-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর-২ (সদর) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ আসনের এমপি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খাঁন, সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক এমপি ও জেলা জাতীয় পার্টির সভাপতি মজিবুর রহমান সেন্টু, জজকোর্টের পিপি সিরাজুল ইসলাম, নাটোরের পৌর মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, নাটোর বারের সভাপতি প্রসাদ কুমার তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল মালেক শেখ, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নবীউর রহমান পিপলু প্রমুখ।প্রসঙ্গত, রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা রাখা এডভোকেট সাইফুল ইসলাম বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। মুক্তিযুদ্ধের সংগঠক এডভোকেট সাইফুল ইসলাম এমপি’র খোঁজখবর রাখতেন জাতির পিতা বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু তাকে ‘আমার প্রিয় সাইফুল’ বলে সম্মোধন করতেন। বঙ্গবন্ধুর হাত ধরে প্রতিষ্ঠাকালীন সময় থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন তিনি।১৯৭৩ সালে ২৬ বছর বয়সে স্বাধীন বাংলাদেশের বঙ্গবন্ধুর নেতৃত্বে গঠিত সংসদের কনিষ্ঠতম এমপি ছিলেন এডভোকেট সাইফুল ইসলাম। এছাড়া ছিলেন রাজশাহী কলেজ ছাত্র সংসদের ভিপি, বৃহত্তর রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নাটোর জেলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এডভোকেট সাইফুল ইসলাম ১৯৬০ সালে রাজশাহী জেলা ছাত্রলীগের সদস্য হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৬৩ সালে রাজশাহী কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ১৯৬৫ সালে ছিলেন বৃহত্তর রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। ১৯৬৯ সালে গণ-অভ্যূত্থানে সক্রিয় ভূমিকা রাখেন।ছয় দফা আন্দোলনের সময়েও তিনি ছিলেন রাজনীতির মাঠে। ছিলেন স্বাধিকারের সকল আন্দোলনেই। প্রতিটি রাজনৈতিক প্রোগ্রামে ছিলেন প্রথম সারিতে। ১৯৬৯ সালে অধিকার আদায়ের আন্দোলনেও ছিলেন রাজপথে প্রবীণ এ আওয়ামী লীগ নেতা।১৯৭০ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জনমত সংগঠনে ঝাঁপিয়ে পড়েছিলেন। ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে একজন মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কাজ করেছেন।১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পুরোটাই যুদ্ধের মাঠে কাটিয়েছেন। ১৯৭৩ সালে ২৬ বছর বয়সে স্বাধীন বাংলাদেশের বঙ্গবন্ধুর নেতৃত্বে গঠিত সংসদের কনিষ্ঠতম এমপি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা এডভোকেট সাইফুল ইসলাম।জাতীয় চারনেতার এক নেতা এইচ, এম কামারুজ্জামান হেনার দক্ষিণহস্ত হিসেবে পরিচিত সাইফুল ইসলাম ছিলেন বঙ্গবন্ধু ঘনিষ্ট সহচর। ১৯৭৫ সালের কাল রাতের পরবর্তী সময়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। খন্দকার মোশতাক, জেনারেল জিয়াউর রহমান, জেনারেল এরশাদ এবং খালেদা জিয়ার শাসনবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।২০০৭ সালে ১/১১ এর সময় কৌশলে সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে জনমত গড়ার পাশাপাশি আন্দোলন চালিয়ে যান। নাটোরে আওয়ামী লীগের রাজনীতিতে যাঁরা নিবেদিতপ্রাণ বলে পরিচিত ছিলেন। দলের দুর্দিনে যারা ত্যাগীর ভূমিকায় অবতীর্ণ হতেন তাদের মধ্যে এডভোকেট সাইফুল ইসলাম অন্যতম।সকল প্রতিকূলতার মধ্যেও রাজনীতি থেকে এক পাও পিছু হটেননি প্রবীণ আওয়ামী লীগের এই নেতা। নাটোরের পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে যাদের সুনাম রয়েছে, তিনি তাদের মধ্যে অন্যতম।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here