জাতীয় গণহত্যা দিবসে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের আলোচনা সভা

0
206
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: জাতীয় গণহত্যা দিবস ২০১৯ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে ২৫ মার্চ সকাল ১০:৩০ টায় বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে ‘রক্তাক্ত ২৫ মার্চ ও একাত্তরের গণহত্যা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি শামসুদ্দিন আহমেদ চৌধুরী মানিক। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা ও কবি আসলাম সানী। এছাড়াও দেশবরেণ্য বুদ্ধিজীবিগণ আলোচনায় অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্যে সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here