জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গাজীপুর প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
170
728×90 Banner

মোঃ বায়েজীদ হোসেন, গাজীপুর : জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৯ উপলক্ষে গাজীপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। আজ বুধবার সকাল ১১টায় “মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংরাদেশ” এ স্লোগানকে সামনে রেখে ১৭ থেকে ২৩ জুলাই ২০১৯ইং সারাদেশে উদ্যাপিত হবে জাতীয় মৎস্য সপ্তাহ। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বিষয় “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি”। গাজীপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহ্ সামসুল হক রিপন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ জিয়া হায়দার চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ শাখাওয়াত হোসেন ভূইয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জমাতুন শাহীন, জেলা মৎস্য দপ্তরের উপজেলা পরিচালক মর্জিয়া কবীর। এসময় জেলা মৎস্য কর্মকর্তা বলেন, গাজীপুর জেলায় মাছের ঘাটতি হওয়ার প্রধান কারণ অপরিকল্পিত শিল্পায়ন ও শিল্প বর্জ্য জেলার নদ-নদীসহ প্রাকৃতিক জলাশয়, জলাভূমি ও পুকুর গুলো ভরাট ও দূষণের মাধ্যমে ধ্বংস করে ফেলছে। ফলে মাছের প্রাকৃতিক প্রজনন ও বিচরণক্ষেত্র দিন দিন কমে যাওয়ায় প্রাকৃতিক মাছ উৎপাদন কমে যাচ্ছে। কারেন্ট জাল ব্যবহার রোধে জেলায় অভিযান পরিচালনা করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here