জামিন না পেয়ে বিচারককে জুতা নিক্ষেপ আসামির

0
276
728×90 Banner

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও আদালতে বিচার কার্যক্রম চলাকালীন মোটরসাইকেল চুরির এক আসামিকে জামিন না দেওয়ায় বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এর এজলাসে এ ঘটনা ঘটে।
এ সময় আসামি মেহেদী বাবু (৩০) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. মারজিয়া খাতুনকে লক্ষ করে জুতা নিক্ষেপ করেন। যদিও জুতা বিচারক পর্যন্ত পৌঁছায়নি। আসামি মেহেদী বাবু সদর উপজেলার ফকিরপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় ঠাকুরগাঁও আদালত প্রাঙ্গণে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে বন্ধ রয়েছে বিচার কার্যক্রম।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আল টুলু মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল চুরির মামলার আসামি মেহেদী ভীষণ উশৃংখল ও বেয়াদব। আদালতের প্রতি অসম্মান প্রদর্শনসহ বড় ধরণের অপরাধ সংঘটিত করেছে সে।
তিনি বলেন, জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এমন জঘন্য ঘটনার নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে আগামীকাল বুধবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা আওয়ামী আইনজীবী সমিতির পক্ষ থেকে ঘটনার নিন্দা এবং আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জরুরি সভা ডাকা হয়েছে।
তিনি আরও বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. মারজিয়া খাতুন একজন দক্ষ এবং সুনামধন্য বিচারক। কর্মস্থলে তাঁর ব্যাপক সুনাম রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here