জাহাঙ্গীর আলম সিআইপি দুবাইয়ে সংবর্ধিত

0
138
728×90 Banner

মো. নূরুল্লাহ খান,শাজাহান, আরব আমিরাত থেকে: বাংলাদেশ সরকার কর্তৃক দেশে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের সিআইপি নির্বাচিত করায় সারজার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা দিয়েছে সারজার জি -টুয়েলেভ ব্যবসায়ী সংগঠন। ৫ ফেব্রুয়ারি শুক্রবার দুবাই মুশরিফ পার্কে জি -টুয়েলেভ ব্যবসায়ী সংগঠনের বাৎসরিক পুনর্মিলনী ও ফ্যামিলি পিকনিক অনুষ্টানে তাঁকে এই সংবর্ধনা দেয়া হয়। সহিদুল ইসলাম দিনুর সভাপতিত্বে ও শহিদুল আলম শহিদের পরিচালনায় অনুষ্টানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ মামুন, নুরুল আবছার খুলু, মাহাবুব আলম, শেফালি আকতার আখি, আবদুল মান্নান, প্রকৌশলী শহিদুল ইসলাম, করিমুল হক, সাইফুল ইসলাম তালুকদার, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ রফিক প্রমুখ । সভায় বক্তারা বলেন,
বর্তমান সরকার প্রবাসী বান্ধব সরকার। প্রবাসীরা রেমিটেন্স প্রেরণ করে দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখছে বলেই সরকার প্রবাসীদের সম্মানে সব সময় বদ্ধ পরিকর। তাই প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের সিআইপি নির্বাচিত করে সম্মাননা পদক দিচ্ছেন।
অনুষ্টানে আগত অতিথি ও ব্যবসায়ীবৃন্দের পাশাশাশি ছোট ছোট ছেলেমেয়েরাও তাকেঁ ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, অনুষ্টানে খাবার আয়োজনে হরিণ জবাই করে সেই গোস্ত ও আরো হরেক রকম খাবার পরিবেশন করা হয়। সারাদিনের এই অনুষ্টানকে কেন্দ্র করে আগত অতিথিরা দুপুর ১২ টা থেকে সন্ধা পর্যন্ত আনন্দ মূলক সময় কাটান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here