জিপিএ-৫ পাওয়া জান্নাতুল ফেরদৌসকে আর্থিক সাহায্য প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান

0
171
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেরিনকে আর্থিক সাহায্য প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)। রবিবার (২১ জুলাই) বেলা ২টায় পুলিশ সুপারের কার্যালয়ে জান্নাতুল ফেরদৌস জেরিনের অভিভাবকের সাথে নিয়ে আর্থিক অনুদান ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ ইমরান হোসেন, সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রিপন বিশ্বাস, নড়াইল সদর থানা, কালিয়া, লোহাগড়া ও নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, নড়াইল গোয়েন্দা পুলিশের পরিদর্শক, কোর্ট পুলিশ পরিদর্শক, ডিআইও-১ সহ নড়াইল পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও কর্মচারীগণ। জান্নাতুল ফেরদৌস জেরিন নড়াইল পৌরসভাধীন ভওয়াখালী গ্রামের জাহাঙ্গীর আলম শেখের কন্যা এবং ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা জাহাঙ্গীর পেশায় একজন পরিবহন শ্রমিক। দিনমজুর পিতার উপার্জনলব্ধ অর্থ দিয়ে তার পড়াশুনা শঙ্কার মধ্যে রয়েছে এমন অনেক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উঠে আসলে বিষয়টি নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) গোচরীভ‚ত হয়। এ সময় তিনি নড়াইল ট্রাফিক বিভাগের টি.আই পান্নুকে জান্নাতুল ফেরদৌসকে খুঁজে আনার জন্য বললে তিনি তার পরিবারের সাথে যোগাযোগ করে পুলিশ সুপারের কার্যালয়ে সকলকে হাজির করেন। এ সময় উৎসব মুখর পরিবেশে জান্নাতুল ফেরদৌস জেরিনের অভিভাবকের সাথে নিয়ে তাকে আর্থিক অনুদান ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) গণমাধ্যমকর্মীদের সামনে বলেন, অর্থাভাবে মেধা নষ্ট হয়ে যাবে এটি মেনে নেওয়া যায় না। বিষয়টি ফেসবুকে আমার সামনে আসলে আমার সাধ্যমতো মেয়েটিকে সাহায্য করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমরা তাকে আরো সাহায্য করবো। এছাড়াও তিনি মেয়েটির উজ্জ্বল ভবিষ্যৎও কামনা করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here