জুমার নামাজে মাদক বিরোধী বয়ান করায় গাজীপুরে খতিবের দাড়ি ধরে টানা-হেঁচড়া

0
224
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: জুমার নামাজের বয়ানে মাদক ও জুয়ার বিরুদ্ধে মুসল্লিদের উদ্দেশে তালিম দেওয়ায় গাজীপুরের একটি মসজিদের খতিবকে শারিরীকভাবে হেনস্থা করেছে মাদকসেবীরা। একই সঙ্গে ইমামের দাড়ি ধরে টানা-হেঁচড়া করেছে তারা।
এ ঘটনায় গত বৃহস্পিতবার রাতে গাজীপুর সদর উপজেলার পূর্ব নয়নপুর এলাকা থেকে ইসমাইল হোসেন (৩৫), জাকির (২২), মাসুদ (২৪), ইমরানসহ (২৫) নামে ছয় মাদকসেবীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গত ১৭ মে সদর উপজেলার পূর্ব নয়নপুর এলাকায় পেপসি গেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি শামছুদ্দিন সাঈদ জুমার নামাজের পূর্বে মাদক, জুয়া ও নেশার বিরুদ্ধে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন।
এতে এলাকার কতিপয় মাদকসেবী ক্ষুব্ধ হয়ে গত ২১ মে ওই সমজিদের সামনে খতিব শামছুদ্দিন সাঈদকে অকথ্যভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তাকে কিল-ঘুষি এবং দাড়ি ধরে টানা-হেঁচড়া করতে থাকে।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) শওকত আলী জানান, এ সময় খতিবের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মাদকসেবীরা পালিয়ে যায়। এ ঘটনায় পর দিন খতিব জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
জিডির পরিপ্রেক্ষিতে ইসমাইল, জাকির, মাসুদ, ইমরানসহ ছয়জনকে আটক করা হয় বলেও জানান এসআই শওকত।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here