জুয়া খেলা অবস্থায় আট জুয়ারি আটক

0
158
728×90 Banner

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানাধীন রানীশংকৈল পৌরসভাস্থ ০৮নং ওয়ার্ড এর অন্তর্গত মহলবাড়ী গ্রাম এলাকায় বিশেষ অভিযানে জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার সরজাম নগদ টাকাসহ আট জনকে আটক করেছে রানীশংকৈল থানা পুলিশ।
আটককৃতরা হলেন ১। মোহন লাল দেব @ মোটাই (৫৫), পিতা-মৃত সুমাচরণ দেব, সাং-দক্ষিন সন্ধ্যারই, ২। মোঃ আনিসুর রহমান (৩৫), পিতা-মোঃ মোখলেসুর রহমান, সাং-ভান্ডারা (২নং ওয়ার্ড রাণীশংকৈল পৌরসভা), ৩। মোঃ গফুর আলী (৪১), পিতা-মোঃ দানেশ আলী, সাং-ভান্ডারা (৩নং ওয়ার্ড রাণীশংকৈল পৌরসভা), ৪। মোঃ আইজুল (৪৫), পিতা-মৃত সমির, উদ্দীন, সাং-পদমপুর, ৫। বিকাশ বসাক (৫০), পিতা-মৃত নারু বসাক, সাং-রাণীশংকৈল, (বসাকপাড়া, ১নং ওয়ার্ড রাণীশংকৈল পৌরসভা), ৬। মোঃ আবুল কালাম (৫৫), পিতা-মৃত বিশু মোহাম্মদ, সাং-বাঁশবাড়ী, ৭। মোঃ আমান (৪৫), পিতা-মৃত বদিউজ্জামান, সাং-ভান্ডারা, (৭নং ওয়ার্ড রাণীশংকৈল পৌরসভা), ৮। মোঃ কেরামত আলী (৪০), পিতা-মোঃ জাবেদ আলী, সাং-পশ্চিম কালুগাঁও, সর্ব থানা-রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাঁও।
রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মান্নান জানান, তাস দিয়া টাকা দ্বারা জুয়া খেলা অবস্থায় হাতে নাতে আটজনকে আটক করা হয়। জুয়া খেলার স্থান হইতে নগদ ১৫৪৯০/- (পনের হাজার চারশত নব্বই) টাকা, ১২ (বার) প্যাকেট তাসসহ অন্যান্য মালামাল উদ্ধার হয়। তাহাদের বিরুদ্ধে রাণীশংকৈল থানার মামলা নং-২৩,তারিখ-২৭/১১/২০১৯খ্রিঃ, ধারা-১৮৬৭ সালের জুয়া আইন ৪, রুজু করা হইয়াছে। ওসি মান্নান আরও জানান আমর টিম রানীশংকৈলকে মাদক ও জুয়া মুক্ত রাখতে সর্বদা কাজ করে যাচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here