
ডেইলি গাজীপুর প্রতিবেদক : “ হেলমেট ব্যবহার করুন, নিজেকে সুরক্ষিত রাখুন ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাট জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে বুধবার সকাল ১১ ঘটিকায় জয়পুরহাটে মোটরসাইকেল আরোহীদের মাঝে বিনামুল্যে হেলমেট বিতরণ করা হয়েছে।
জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে মোটর সাইকেলের আরোহীদের কাগকপত্র পরীক্ষা-নিরীক্ষা করে যাদের কাগজপত্র ঠিক তাদের বিনামূল্যে হেলমেট ও ফুল উপহার দেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির(পিপিএম) । এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ সাজ্জাদ হোসেন, টিআই, সদর ট্রাফিক মোঃ জামিরুল ইসলাম, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
পরে পুলিশ সুপার বলেন, সড়ক দুর্ঘটনা মানে এক একটি পরিবারের কান্না। দুর্ঘটনা এড়াতে সকল মোটরবাইকেল চালকদের হেলমেট পরে মোটরসাইকেল চালানোর আহ্বান জানান। তিনি বলেন হেলমেট ব্যবহার করুন পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয়, বাড়ী ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য”।






