সকল পাবলিক প্লেসে ধূমপান বন্ধে রংপুরের ডিসির গণবিজ্ঞপ্তি জারি

0
234
728×90 Banner

সাহানুর,রহমান,রংপুর: রংপুর জেলা ও মহানগরীর সকল পাবলিক প্লেসে ধূমপান বন্ধে গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসক (ডিসি)। সম্প্রতি রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসানস্বাক্ষরিত এক আদেশে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ও মহানগরীর সেবাদানকারী প্রতিষ্ঠান (রেস্টুরেন্ট, যেকোনো ধরনের খাবারের দোকান, হোটেল, মোটেল, গেস্ট হাউজ, রিসোর্ট, বার, পর্যটন কেন্দ্র, পিকনিক স্পট, থিম পার্ক, কমিউনিটি সেন্টার, পার্টি সেন্টার, প্রেক্ষাগৃহ, প্রদর্শনী কেন্দ্র, পাবলিক টয়লেট) সহ সকল ধরনের কর্মক্ষেত্র, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক হোটেল কর্তৃপক্ষ এবং এ সমস্ত জায়গা ব্যবহারকারী সকল জনসাধারণনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন- ২০০৫ (২০১৩ সালে সংশোধিত) এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধমালা-২০১৫ অনুযায়ী, উক্ত স্থানসমূহে ধূমপান করা আইনত দÐনীয় অপরাধ। আইনের বিধান লঙ্ঘন করে কোন ব্যক্তি উপরে বর্ণিত স্থানসমূহে ধূমপান করলে তিনি অনধিক ৩০০ টাকা অর্থদন্ডে দন্ডনীয় হবেন এবং এ সমস্ত পাবলিক প্লেসের কর্তৃপক্ষ নিজ উদ্যোগে ধূমপান সম্পর্কিত সতর্কতামূলক নোটিশ ‘ধূমপান হইতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ’ সম্বলিত নোটিশ বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রদর্শনের ব্যবস্থা করবেন। অন্যথায় আইন অমান্যে অনধিক ১০০০ টাকা অর্থদন্ডে দন্ডনীয় হবেন। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বিতীয়বার বা পুন.পুন. একই ধরনের অপরাধ করলে পর্যায়ক্রমিকভাবে উক্ত দন্ডের দ্বিগুণহারে দন্ডনীয় হবেন। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে তামাক নিয়ন্ত্রণ আইনের বিধান মেনে চলারও নির্দেশ প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here