জয়পুরহাট জেলা কবি সন্মেলন ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত

0
197
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আজ সোমবার বৈকাল চার ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারের উপর তলায় জেলার বিভিন্ন উপজেলার কবি-সাহিত্যিক,লেখক,গবেষকদের নিয়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জয়পুরহাট জেলা কবি সন্মেলন ও কবি গুনিজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাঁচবিবি সাহিত্য মঞ্চের আয়োজনে কবি আব্দুল বাকীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা আওয়ামীলীলীগের পৌরসভার সফল মেয়র জনাব হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন,কবি শাহীন ওমর,ঢাকা ও পাঁচবিবি পৌর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক আহসান হাবিব। শেষে উপস্থিত কবিরা তাদের স্বরচিত কবিতা আবৃতি করেন। সাহিত্যে বিশেষ অবদানের জন্য জয়পুরহাট জেলার চৌদ্দ জন ব্যক্তিত্ব ও চারটি প্রতিষ্ঠানকে সাহিত্য মঞ্চের পক্ষ থেকে সন্মাননা স্মারক প্রদান করা হয়। যাদেরকে ক্রেষ্ট দিয়ে সন্মাননা জানানো হয়েছে তারা হলেন- পাঁচবিবি সাহিত্য মঞ্চের আবৃতিকার ও বইমেলার সফল আয়োজক, মেয়র হাবিবুর রহমান হাবিব পাঁচবিবি, বস্তুনিষ্ঠ ও সাহিত্য বিষয়ক সংবাদ পরিবেশনের জন্য পৌর প্রেসক্লাব, জয়পুরহাটের কবি ও সাহিত্যিকদের মধ্যে বাক্সভরা মজার ছড়ার (পুরস্কার প্রাপ্ত) খ্যাতিমান ছড়াকার মোস্তাফা আনসারী, বিভক্তি বিষাদ বইয়ে, কবি ডা. এম এ মতিন, হারাবতি বইয়ের জন্য কবি যতন কুমার দেবনাথ, প্রবীণ কবি ফয়েজুর রহমান, , নাথুরায় হাঁকে কবিতার বইয়ের জন্য পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত ওসি কবি শাহীন ওমর, কালাই উপজেলার সাহিত্য গভেষক আব্দুল মজিদ, প্রত্যয় সাহিত্য সংগঠন তারুণ্যের কবি ওহাব মন্ডল, পাঁচবিবি উপজেলার শিক্ষা সংকলনে মাহবুব আলম, সাহিত্য গভেষক হিসাবে মুজাফফর হোসেন মোহন, সাহিত্য সংগঠক,মানবতার দেওয়ালের দেওয়ান রাসেল, জয়পুরহাট লেখক ফোরাম, এবং কবিতায় বিশেষ অবদানের জন্য কবি জয়নুল আবেদীন মাহমুদ, ও সাহিত্য সংগঠক মামুনুর রশিদ। এছাড়াও যেসব কবি সাহিত্যিক গণকে উত্তরীয় দিয়ে সন্মাননা জানানো হয় তারা হলেন- কবি আব্দুল হাই, কবি আশা ইসলাম ববি,(অনুপস্থিত) কবি রফিকা খানম, কবি ফারুখ হুসাইন,(অনুপস্থিত), কবি সোহেল রানা, কবি এনামুল হক এনাম (অনুপস্থিত),কবি মামুনুর রশিদ,(অনুপস্থিত), কবি গাওসুল আযম, কবি মোশাররফ মুন্না, লেখক রতন মন্ডল, কবি নূর জাহিরুল ইসলাম,কবি আলামিন দাদা, কবি কামরুন নাহার, কবি তোয়াবুর রহমান তোয়া, কবি ইউসুফ শাহীন, কবি মওদুদ হোসেন হাবিব, কবি নাজমুল আহসান খালিদ রতন, কবি হেলাল মুনসুর (অনুপস্থিত),কবি আমিনুর আকাশ,ক্ষেতলাল জয়পুরহাট, কবি ইমরোজ ইকবাল, জয়পুরহাট, কবি যতিন্দ্রনাথ,জয়পুরহাট, কবি আবু হোরায়রা মানিক, কবি ও লেখক মেহেদী হাসান,কবি ও ছড়াকার আব্দুল জলিল জয়পুরহাট,কবি সুজন,পাঁচবিবি ও সাজেদুল ইসলাম টিটু।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here