
ডেইলি গাজীপুর বিনোদন: ডেইলি গাজীপুর বছর ঘুরে আবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে জয় বাংলা কনসার্ট। ঐতিহাসিক ৭ই মার্চ জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হবে। এবারো আর্মি স্টেডিয়ামে কনসার্টটি অনুষ্ঠিত হবে। কনসার্টে ৮টি ব্যান্ড অংশ নেবে। এবারের অনুষ্ঠানটিরও আয়োজনে রয়েছে ইয়াং বাংলা। এটি তাদের পঞ্চম আয়োজন। আয়োজকরা জানায়, এবার অংশগ্রহণ করবে ৮টি ব্যান্ড। ব্যান্ডগুলো হলো আর্টসেল, চিরকুট, নেমেসিস, লালন, ক্রিপটিক ফেইট, বে অব বেঙ্গল, শূন্য ও আরবোভাইরাস।
৭ই মার্চ বিকাল ৩টা থেকে শুরু হবে কনসার্ট। চলবে রাত ১১টা পর্যন্ত। কনসার্টে অংশ নেয়া ৮টি ব্যান্ড তাদের নিজস্ব গান ছাড়াও বরাবরের মতো স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের গানও গাইবে। তবে এই আয়োজন উপভোগ করতে হলে আগ্রহীদের আগে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে হবে। নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদ, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা লাগবে। আগামি ১লা মার্চ থেকে শুরু হবে এই প্রক্রিয়া।
