টঙ্গিতে অসহায় ও কর্মহীন প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

0
439
728×90 Banner

মো: বেলায়েত হোসেন সিদ্দিক: করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি। এতে কর্মহীন হয়ে পড়েছে দেশের লাখ লাখ মানুষ। করোনার প্রভাবে সবথেকে বেশী ঝুঁকির মধ্যে রয়েছেন প্রতিবন্ধী মানুষ গুলো। অনেক প্রতিবন্ধী ব্যাক্তিরা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে, আর এই সকল প্রতিবন্ধী কর্মহীন ও দরিদ্র এসব মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ বিজনেস এন্ড ডিজএবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন), অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর আর্থিক সহযোগিতায় সেন্টার ফর সার্ভিস প্রমোশন অব ডিজেবল্ড (সিএসপিডি) গাজীপুর জেলার টঙ্গিতে গত ৯ ও ১০ মে ২০২০ইং (শনি ও রবিবার) ২৫টি দরিদ্র ও কর্মহীন প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল, প্রতিটি পরিবার এর জন্য ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি তেল , ৫০০ গ্রাম লবণ ও ২টি সাবান। খাদ্য সহায়তা পেয়ে দৃষ্টি প্রতিবন্ধী রাহাদুল ইসলাম, শারীরিক প্রতিবন্ধী কহিনুর আক্তার, শারীরিক প্রতিবন্ধী পারবিন আক্তার সহ আরও অনেকে তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, আমরা করোনার প্রভাবের কারনে দীর্ঘদিন কর্মহীন হয়ে পরি, আর এই কর্মহীন থাকার কারনে আমাদের পরিবারের সবাইকে নিয়ে দীর্ঘদিন খাদ্য কষ্টে ছিলাম। এই খাদ্য সহায়তা পেয়ে আমাদের খুবই উপকার হয়েছে। বিবিডিএন সহ খাদ্য সহায়তায় সংশ্লিষ্ট অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও সিএসপিডি সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এইসকল প্রতিবন্ধী ব্যক্তিরা। খাদ্য সহায়তা বিতরণের কাজে নিয়োজিত সেন্টার ফর সার্ভিস প্রমোশন অব ডিজেবল্ড (সিএসপিডি) এর নির্বাহী পরিচালক এ্যাডভোকেট আল আমিন বলেন, এই কাজে যুক্ত থাকতে পেরে আমি খুবই খুশি ও আনন্দিত হয়েছি। বিবিডিএন এবং অ্যাকসেস বাংলাদেশকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিবিডিএন প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কাজ করে আসছে। আগামীতে এই সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান সেন্টার ফর সার্ভিস প্রমোশন অব ডিজেবল্ড (সিএসপিডি) এর নির্বাহী পরিচালক এ্যাডভোকেট আল আমিন। এই ব্যাপারে বিবিডিএন এর নির্বাহী পরিচালক জনাব মুরতেজা রাফি খান বলেন, বিবিডিএন এর জন্মলগ্ন থেকেই আমরা নিরলস ভাবে প্রতিবন্ধী মানুষদের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে তাদের ভাগ্য উন্নয়ন এর জন্য কাজ করে যাচ্ছি। করোনা ভাইরাস এর প্রভাবে জাতির এই ক্রান্তিলগ্নে অসহায় এইসব প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও জাতির যেকোন ক্রান্তিলগ্নে প্রতিবন্ধী মানুষের জন্য একই ভাবে আন্তরিকতার সাথে কাজ করে যাবেন বলেও আশা প্রকাশ করেন বিবিডিএন এর নির্বাহী পরিচালক জনাব মুরতেজা রাফি খান। পরিশেষে বিবিডিএন এর নির্বাহী পরিচালক ধন্যবাদ জানান অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও সিএসপিডি কে বিবিডিএন এর সাথে থেকে সহযোগিতা করার জন্য। অ্যাকসেস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা বলেন,অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন গত ২০০৮ সাল থেকে প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করে আসছে। করোনা ভাইরাসের কারণে সমাজের প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি স্বাস্থ্য ও আর্থিক ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে যে সকল প্রতিবন্ধী ব্যক্তি দৈনিক আয়ের ভিত্তিতে সংসার চালাতো তারা আজ মানবেতর জীবন যাপন করছে। তাদের জন্য প্রয়োজন পর্যাপ্ত খাদ্য সহায়তা। বিবিডিএন এর সহযোগিতায় গাজীপুরের টংগীতে ২৫টি প্রতিবন্ধী পরিবারে মাঝে খাদ্য সহায়তা দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বর্তমান পরিস্থিতিতে আরও প্রতিবন্ধী ব্যাক্তিদের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া প্রয়োজন বলে মনে করি, আর এজন্য সমাজের বিত্তবানদের এইকাজে এগিয়ে আসার আহবান জানান অ্যাকসেস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here