টঙ্গীতে অসহায় কৃষকের পাশে দাড়ালেন ছাত্রলীগ নেতা কাজী মনজুর

0
258
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর চাঁনকিরটেক এলাকার হায়দরাবাদ বিলের কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিলেন টঙ্গী কলেজ ছাত্রলীগের নেতাকর্মী। আজ বুধবার সকাল থেকে টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুরের নেতৃত্বে কলেজ ছাত্রলীগের ৩৫ জন নেতাকর্মী দত্তপাড়া চাঁনকির টেক এলাকার বর্গা চাষী আনোয়ার হোসেনের আড়াই বিঘা জমিনের পাকা ধান কেটে কৃষকদের বাড়িতে তুলে দিলেন।
কৃষক আনোয়ার হোসেন বলেন, করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। মাঠে ধান পাকলেও সেই ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। কীভাবে ধান কাটবেন, বাড়ি নেবেন, মাড়াই করবেন, কীভাবে অর্থের সংস্থান হবে- এ চিন্তায় অসহায় হয়ে পড়েছেন। এসময় তাদের পাশে দাঁড়িয়েছে টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর নেতৃত্বে একদল ছাত্রলীগের নেতাকর্মী। ছাত্রলীগের কর্মীরা সবাই যদি এভাবে কৃষকের পাশে দাঁড়ায় তাহলে কৃষক বড় রকম ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। তিনি প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এব্যাপারে কাজী মঞ্জুর বলেন, আমার নেতৃত্বে টঙ্গী সরকারি বিশ^বিদ্যালয় ছাত্রলীগের ৩দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা কৃষকের ১০ বিঘা জমিনের ধান কেটে মারাই করে গড়ে তুলে দিব। পর্যায়ক্রমে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
এ সময় কৃষকের ধান কাটায় অংশগ্রহণ করেন টঙ্গী সরকারি বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সেলিম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিশির, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম রায়হান, দপ্তর সম্পাদক কাজী জাহিদ হাসান, প্রচার সম্পাদক রাকিব হোসেন, রফিকুল ইসলাম ফিরোজ সর্দার, যুবলীগ নেতা আমির হামজা, কাজল মিয়া, মামুনুর রহমান পন্ডিত, সোহেল আকন্দ, ফারুক হোসেন, রিফাত বিন রেইন, সোহেল বাবু, নাসিম খান, রবিউল ইসলাম, মিরাজ হোসেন প্রিন্স, কাউসার আহমেদ, আরিফ খান, দিল মোহাম্মদ, আশরাফুল ইসলাম অপু, তাওহিদ বাবু, আল আমিন, আমির হোসেন সুজন প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here