টঙ্গীতে কাজী মুজাহিদুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে বিবাহ তালাক রেজিস্ট্রির অভিযোগ

0
215
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে ৫৫নং ওয়ার্ডে কাজী মুজাহিদুল ইসলাম এর বিরুদ্ধে অবৈধভাবে বিবাহ তালাক রেজিস্ট্রির অভিযোগ পাওয়া গেছে। জানা যায় ১৯৯৮ইং সালে টঙ্গী থানা আওয়ামীলীগের সেক্রেটারী মোঃ রজব আলীর সুপারিশে স্থানীয় এম পি শহীদ আহসান উল্যাহ মাস্টার এর ডিও লেটারের মাধ্যমে তৎকালীন আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু ২৮-১২-১৯৯৯ইং সালে ৯২৪-৭/২ এন ১৫৯/৮৬ স্মারকে মোঃ দাউদ আহমেদ কে ২নং ওয়ার্ডের কাজী হিসেবে নিয়োগ দেন। যখন টঙ্গী পৌরসভাটি ৭টি স্থলে ১২ টি হয়, তখন ০২নং ওয়ার্ডটি ভাঙিয়া ৪ ও ১০ নং ওয়ার্ডের অংশ (হিমারদিঘী মৌজা) হয়। মোঃ মুজাহিদুল ইসলাম প্রকৃত বিষয়ে গোপন রাখিয়া মোঃ দাউদ আহমেদের ওয়ার্ড ২টি দেখাইয়া মুল ৪নং ওয়ার্ডটি শহীদ আহসান উল্লাহ স্যারের ডিও এর মাধ্যমে ৪নং ওয়ার্ডটি তৎকালীন আইন মন্ত্রী মওদুদ আহম্মদ কোন এক স্বার্থনেশি মহলের কু পরামর্শে মুজাহিদুল ইসলামকে কাজী হিসেবে অনুমোদন দেয়। এদিকে বৈধ কাজী দাউদ আহম্মদ মন্ত্রনালয় একটি দরখাস্থ দেন যে, ১০ নং ওয়ার্ডের অংশ হিমারদিঘীর পরিবর্তে ০৪ নং ওয়ার্ডে পরিবর্তনের আবেদন করেন। সেমতে বিগত ১১-১০-২০০৬ইং দাউদ আহম্মদকে ৪নং ওয়ার্ডের এবং মুজাহিদুল ইসলামকে ১০ নং ওয়ার্ডে ৭৫০ স্মারকে নিয়োগ দেন। এই নিয়োগটি ভূয়া মর্মে মন্ত্রনালয়ে একটি দরখাস্থ দেন মুজাহিদুল ইসলাম, সেমতে কিছু অসাধু কর্মকর্তার হস্তক্ষেপে দাউদ আহম্মদ দ্বারা সৃজিত হইয়াছে মর্মে দাউদ আহাম্মদের লাইসেন্স ২৮-০৪-২০১১ইং তারিখে ০৭/২ এন ১২৮/৮০-৩১৮ স্মারকে লাইসেন্স বাতিল করেন। দাউদ আহম্মদ এই আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে একটি রিট মামলা করেন যাহা বিগত ০৭-০৬-২০১৭ইং দাউদ আহাম্মদের পক্ষে রায় হয়। রায়ের প্রেক্ষিতে দাউদ আহম্মদ ০৪ নং ওয়ার্ড বর্তমান রুপান্তরিত ওয়ার্ড ৫৫ এর বৈধ কাজী। মোঃ মুজাহিদুল ইসলাম অবৈধ ভাবে অধ্যবদি ৫৫ নং ওয়ার্ডে বিবাহ তালাকের কাজ করে আসছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here