টঙ্গীতে গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কর্মকর্তাদের সাথে জিএমপি কমিশনারের মতবিনিময়

0
187
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে মহাসড়কে যানজট নিরসনের লক্ষ্যে গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কর্মকর্তাদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মতবিনিময় সভা সোমবার দুপুরে টঙ্গীর ট্রাক স্ট্যান্ড শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মির্জা শামীম হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল আলম মাষ্টারের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন বিপিএম বার, পিপিএমবার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কশিনার অপরাধ দক্ষিণ মো: শাহাদাত হোসেন, সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগ থোয়াই মারর্মা, গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন, টঙ্গী পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ এমদাদ হোসেন, গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি জালাল উদ্দিন, সহ-সভাপতি আফজাল হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সেলিম মিয়া, সুলতান গাজী, সাংগঠনিক সম্পাদক শামসুল হক রানা, হিসাব রক্ষক নূরুল ইসলাম, দপ্তর সম্পাদক তোতা মিয়া, প্রচার সম্পাদক সাহেব আলী, ক্রীড়া সম্পাদক নাসির উদ্দিন, কার্যকরি সদস্য মমিন উদ্দিন খান, বাছির মিয়া প্রমুখ।
শ্রমিক ইউনিয়নের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মহাসড়কে যানজট মুক্ত রাখার জন্য শ্রমিক ইউনিয়নের কর্মকর্তাদের প্রতি জোর দাবী জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here