টঙ্গীতে চাঁদা না দেওয়ায় স্কুল শিক্ষক লাঞ্ছিত

0
116
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গীতে চাঁদা না দেওয়ায় শফিউদ্দিন সরকার একাডেমীর স্কুল শাখার শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এঘটনায় টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্কুল শিক্ষক মুনজুর হোসেন সরকার। রবিবার রাত দশটার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকার মহিউদ্দিন মহি (৫৫), একই এলাকার পারভেজ (৪০), রাসেল (৩০), ইয়াছিন (২৫)। অভিযুক্ত মহিউদ্দিন মহি স্থানীয় ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর সফিউদ্দিন সফির বড় ভাই।
অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, দীর্ঘদিনের জমানো টাকা দিয়ে টঙ্গীর দত্তপাড়া এলাকায় জমি কিনে বাড়ির কাজ করছিলেন
ভুক্তভোগী শিক্ষক মুনজুর হোসেন। বাড়ী নির্মানকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ চাঁদা দাবী করে আসছিল স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের
বড় ভাই মহিউদ্দিন মহি ও তার লোকজন। বাড়ির কোন সরঞ্জামাদি আনলেই দিতে হতো চাঁদার টাকা। রবিবার রাতে চাঁদা দিতে অপারগতা প্রকাশ
করলে অভিযুক্ত মহিউদ্দিন মহি তার দলবল নিয়ে শিক্ষকের উপর হামলা চালায়। এসময় তারা শিক্ষক মুনজুরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের
হুমকী দিয়ে পালিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। অনুসন্ধান করে ব্যবস্থা গ্রহন করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here