
ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে তৃর্ণমূল জনসংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, সবেমিলে করি (সমিক) সাধারণ সম্পাদক মিন্নত আলী মিনুর স্মরণসভা ও দোয়া মাহফিল আজ সোমবার টঙ্গীর মিলগেইট টঙ্গী আঞ্চলিক শ্রমিকলীগ কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক এ মোতালেবের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক, আওয়ামীলীগ নেতা সাদেক হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, অলিম্পিয়া টেক্সটাইল মিলস্ পরিচালক হাসানুজ্জামান মল্লিক, আওয়ামীলীগ নেতা আলহাজ¦ মফিজুল ইসলাম, দেলোয়ার হোসেন, খোরশেদ আলম স্বপন, আবুল বাশার, মরহুম মিন্নত আলী মিনুর ¯েœহের ছোট ভাই হাসমত আলী, বড় ছেলে মো: আহম্মদ আলীর জামাতা সফিউল ইসলাম অন্তু, তৃর্ণমূল জনসংগঠনের নূরুজ্জামান শেখ, মনসুর আহমেদ, সারোয়ার আলম, শান্তি বেগম, সালেহা বেগম, নূর জাহান মনি স্বেচ্ছাসেবকলীগ নেতা বিল্লাল হোসেন, যুবলীগ নেতা আল আমিন প্রমুখ।
আলোচনা সভা শেষে মরহুম মিন্নত আলী মিনুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।
