টঙ্গীতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ

0
144
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা নিম্ন আয়ের ঘরবন্ধি ৫হাজার পরিবারের মাঝে ১৬৯৫ টাকা, ৫শ’ জনের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, ৪৫০জন শিশুর মাঝে বই বিতরণ, টিডিএইচ ও নিশাত স্কুলের ৪৫ জোড়া বেঞ্চ, ১৭জনের মাঝে পিপিই, ময়লা অপসারণের জন্য ১০টি ভ্যানগাড়ীসহ রক্ষিত উপকারভোগীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা উপকরণ, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, নগদ অর্থ, শিক্ষা উপকরণ ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বেঞ্চ বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড এরশাদনগর টিডিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ টঙ্গী এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ডমিনিক সেন্টু গমেজের সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার বনি হালদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ এড. মো: জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন সেন্টাল রিজিওনাল্ড ফিল্ড ডিরেক্টর সেন্টাল ইসসন এরিজন মঞ্জু মারিয়া পালমা, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাওলানা মঞ্জুর হোসেন, আওয়ামীলীগ নেতা কামরুল হাসান দিপু, ইদ্রিস আলী জুয়েল, স্বেচ্ছাসেবকলীগ নেতা সোহেল রানা আলী, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ফিরোজ সর্দার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রোগ্রাম অফিসার লরেন্স ফারিয়া, জসিম উদ্দিন, ফাইন্সেস অফিসার স্বপন কুমার গাইন, স্পন্সরশীপ অফিসার ডেলসি কস্তা, জুনিয়র প্রোগ্রাম অফিসার মমতা পিউরিফিকেশন, স্পন্সরশীপ এসিসটেন্ট দৃষ্টি কুরি প্রমুখ। আলোচনা সভা শেষে নগদ অর্থ ও উপকরণ বিতরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here