টঙ্গীতে পুলিশের সোর্সকে কুপিয়ে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ

0
164
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে পূর্ব বিরোধের জেরে সুমন মিয়া (২৬) নামের এক পুলিশ সোর্সকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে মাদককারবারিদের বিরুদ্ধে। মঙ্গলবার ভোরে স্থানীয় নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী সুমন এলাকার ব্যাংকমাঠ বস্তির মৃত হাফিজ উদ্দিনের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করেন। অভিযুক্তরা হলেন- রুকি বেগম (৪০), জয় ওরফে মোটা জয় (২০), রাজু ওরফে চুইটকা রাজু (২৬), আক্তার ওরফে ছিনতাইকারী আক্তার (২৬), রাহুল (২৫), রিপন ওরফে চোর রিপন (২৬) ও শহীদুল (১৮)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী সুমন জানান, অভিযুক্তরা এলাকার চিহ্নিত মাদককারবারি। বেশ কিছুদিন যাবত মাদককারবারি রুকির লোকজনকে পুলিশে ধরিয়ে দেওয়ার অভিযোগে সোর্স সুমনের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার ভোর ৫টার দিকে ওই এলাকার শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচ দিয়ে হেঁটে যাচ্ছিল সুমন। এ সময় রুকির নির্দেশে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সুমনের শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে পায়ের রগ কেটে পালিয়ে যায়। তার চিৎকারে পথচারীরা এগিয়ে এসে প্রথমে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, হামলার ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। শিগগিরই অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here