টঙ্গীতে প্রতিবন্ধীদের ভাতা বিতরণ

0
254
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গত মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গী পাইটল স্কুল এন্ড গালর্স কলেজ মাঠ প্রাঙ্গণে শহর সমাজসেবা কর্তৃক আয়োজিত বয়স্ক ও প্রতিবন্ধীদের ভাতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে গাজীপুর সিটি মেয়র অ্যাড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্যে রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি শামসুন্নাহর ভূঁইয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস. এম আনোয়ারুল করিম, টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া, নাসির উদ্দিন মোল্লা, শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহমেদ, শহর সমাজসেবা টঙ্গী জোনের অফিসার আ ফ ম আমান উল্লাহ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আওয়ামী লীগ সরকার প্রতিবন্ধীদের জন্য কোটি কোটি বরাদ্দ দিচ্ছে। এছাড়াও সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, হিজড়া ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বেদে ভাতার ব্যবস্থা করে সমাজের অবহেলিত মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। যা অন্য কোন সরকারের আমলে ছিল না। অনুষ্ঠানে ২০১৮-১৯ অর্থ বছরে বরাদ্দকৃত ৯ কোটি ৯৪ লক্ষ ৫৯ হাজার টাকার ভাতা বই বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here