টঙ্গীতে প্রধামন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালিত

0
389
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্ব নেত্রী উপাধিতে ভূষিত করলো গাজীপুর মহানগর ছাত্রলীগ। শুক্রবার রাত ১২টা ১মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করেন। গাজীপুর মহানগর আওয়ামীলীগ টঙ্গী কার্যালয়ে মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজিব হায়দার সাদিমের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এড. আজমত উল্লা খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এড. আজিম হায়দার আদিম, জাহাঙ্গীর আজমত খান, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাকিব হাসান জসিম, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লা ইকবাল, গাজীপুর মহানগর তাতীলীগের সাধারণ সম্পাদক শাহ মো: আমান, গাজীপুর মহানগর আওয়ামীলীগের ৪১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক প্রার্থী জাকারিয়া হোসেন, ৪২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন, ৫২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শুক্কুর আলী, আওয়ামীলীগ নেতা সাদেক হোসেন খান, হারুন অর রশিদ, মোক্তার হোসেন সোহেল, খালেদুর রহমান রাসেল, তাজুল ইসলাম, জাকির হোসেন মাষ্টার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুস সালাম খান, যুবলীগ নেতা রাশেদুল ইসলাম, নাজমুল হাসান সাকিব, রায়হান হোসেন হৃদয়, সানজিত সাওয়ন, আতিকুল ইসলাম, আমিনুল ইসলাম, টিটু চন্দ্র শীল, মাহবুব ইসলাম, জামির রায়হান, সফিক মোল্লা, মহসিন ইসলাম সুজন প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে গাজীপুর মহানগর আওয়ামীলীগরে সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এড. আজমত উল্লা খান বলেন, এ দেশের শিশুদের ৬টি রোগের নিরাময়ের লক্ষ্যে টিকা কার্যক্রম সফল হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভেক্সিম হিরো উপাধিতে সংবর্ধনা দিয়েছেন বিশ্বমহল। আমাদের দেশের চেয়ে ভারত, চীন উন্নয়নশীল দেশ শিক্ষা ক্ষেত্রে কোন দেশ বছরের প্রথম দিনে ছাত্রছাত্রীদের হাতে বই দিতে পারে না। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন। এই কারণে তাকে আজকেও একটি সম্মাননায় উপাধিতে ভূষিত করেছেন বিশ্বমহল। তার এই নেতৃত্বের কারণে আজ অন্যান্য দেশবাসীরা তাদের দেশকে বাংলাদেশের মতো অনুরূপভাবে গড়ে তুলতে ঐসব দেশের প্রধানমন্ত্রীদের প্রতি আহŸান জানান সে সব দেশের জনগণ। ছাত্রলীগের উদ্দেশ্যে প্রধান অতিথি আজমত উল্লা খান বলেছেন, ছাত্রলীগের নেতৃত্বে আসতে হলে লেখাপড়া করতে হবে। কমপক্ষে চার ঘন্টা লেখা পড়ার প্রতি সময় দিতে হবে। অশিক্ষিত ছাত্রের নেতৃত্ব কেউ পছন্দ করে না। পরে শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া পাঠ করেন হাফেজ মো: মিরাজ হায়দার। সর্বশেষ প্রধান অতিথি কেক কাটার পর উপস্থিত সকলের মাঝে কেক ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এ সময় সভাপতির বক্তব্যে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজিব হায়দার সাদিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্ব নেত্রী উপাধিতে ভূষিত করার জন্য জোর দাবী জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here