টঙ্গীতে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী নূরুল ইসলাম দিপুর বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ

0
329
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে জাতীয় শ্রমিক নেতা বীরমুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামী নূরুল ইসলাম দিপুকে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নির্বাচিত করায়, টঙ্গী থানা আওয়ামী অঙ্গসংগঠনের সহ গাজীপুর ও টঙ্গীর সাধারন জনগন বিক্ষোভ মিছিল, প্রতিবাদসভা সহ নুরুল ইসলাম দিপুর বাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগ করেন। শুক্রবার বিকেলে টঙ্গীর আওয়ামী লীগের পার্টি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বেড় হয়। বিক্ষোভ মিছিলটি নতুন বাজার, টিন্ডটি হয়ে গোপালপুর এলাকায় গেলে, নুর ইসলাম দিপু, শহিদুল ইসলাম শিপু, আরিফুল ইসলাম টিপুর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা যায়, গত শুক্রবার জাপার চেয়ারম্যান জি এম কাদের ১৪ জন যুগ্ন মহাসচিবের নাম ঘোষনা করেন। ওই তালিকায় তিন নম্বর যুগ্ম মহাসচিব পদে ইন্টারপোলের রেড এলার্ট জারি করা ফেরারি নুরুল ইসলাম দিপুর নাম রয়েছে।
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে প্রকাশ্য দিবালোকে শ্রমিকনেতা আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যার পর ইউরোপে পালিয়ে যায় দিপু। ঘটনার পরদিন আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই মতিউর রহমান টঙ্গী থানায় জাতীয় পার্টির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসমাজের তৎকালীন কেন্দ্রীয় সাধারন সম্পাদক নুরুল ইসলাম দিপুসহ ১৭জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় ২০১৬ সালের ১৫ জুন উচ্চ আদালতের রায়ে নুরুল ইসলাম দিপুসহ ছয়জনকে মৃত্যুদন্ড দেন। যাবজ্জীবন দেন ৯ জনকে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here