টঙ্গীতে বাড়ির মালিকদের ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন বিক্ষোভ মিছিল

0
131
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃক রাস্তা প্রসস্তকরণের ফলে ক্ষতিগ্রস্ত ভ‚মি মালিকদের ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে দত্তপাড়া জহির মার্কেট এলাকার বাড়ির মালিকদের ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় ঘেরাও করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভুক্তভোগী ভ‚মি ক্ষতিগ্রস্ত মহর মৃধার নেতৃত্বে মানববন্ধন বিক্ষোভ মিছিল কাউন্সিলর কার্যালয় ঘেরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভ‚মি ক্ষতিগ্রস্ত স্বপন মৃধা, আবুল কালাম সিকদার, হাবিবুর রহমান, ফরিদ মিয়া, ওহাদ আলী মোল্লা, মহিউদ্দিন মিয়া, শাহজাহান মিয়া, মাওলানা আবুল কাশেম, সুলতান আহমেদ, হাজী আব্দুল হক, হযরত আলী মোল্লা, মো: আব্দুল গণি, সোহরাব আক্তার, নূরজাহান বেগম, আসিয়া খাতুন, আকবর হোসেন, শিরিন আক্তার, সাজেদা বেগম, কাজলি বেগম, হাসান তারেক রিনা প্রমুখ। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন রাস্তা প্রস্তস্ত করুক আমরা চাই। কিন্তু ক্ষতিপূরণ অবশ্যই আমাদেরকে দিতে হবে। আমরা না খেয়ে না পড়ে দুই এক কাঠা জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করেছি। আজ রাস্তার জন্য সিটি কর্পোরেশন আমাদের শেষ ঠিকানা ভ‚মিটুকু রাস্তার জন্য নিয়ে যাবে কিন্তু আমাদের ক্ষতিপূরণ না দিয়ে তা কোন প্রকারই সম্ভব না। সিটি কর্পোরেশন ক্ষতিপূরণ দেয়ার আশ^াস দিলে রাস্তা প্রসস্ত করার জন্য আমাদের শেষ সম্পদটুকু ভেঙ্গে দিয়েছে। আমরা তখন বাধা দেইনি। কারণ আমাদেরকে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছিল। আজ ক্ষতিপূরণ না দিয়ে আমাদের সাথে তালবাহানা করছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here