
ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাজধানীর বনানীর বহুতল ভবনে অগ্নিকান্ডে নিহত ও আহত হওয়ার পর রাজউক উন্নয়ন কর্তৃপক্ষ ক্রটিপূর্ণ ও ঝুকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করতে অভিযান শুরু করেন। এরই ধারাবাহিকতায় গত সোমবার থেকে গাজীপুর মহানগরে টঙ্গীর আউচপাড়ায় বিভিন্ন এলাকার বহুতল ভবনে এ অভিযান পরিচালনা করে রাজউক। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান রাজউক কর্তৃপক্ষ।
এ সময় রাজউক কর্মকর্তারা কয়েকটি বহুতল ভবনের নকশা যাচাই, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি বের হওয়ার সিড়িসহ নানা বিষয় পরীক্ষা নিরীক্ষা করেন এবং ত্রুটিপূর্ণ ভবন মালিকদের সতর্ক করে নোটিশ টাঙ্গিয়ে দেন। পরিদর্শনকালে রাজউক জোন-১ এর অথরাইজড অফিসার মাহবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
