টঙ্গীতে ভ্রাম্যমান আদালত মাদক বিক্রয় ও সেবনকারী ১১ জনকে আটক করে

0
291
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প গাজীপুরের টঙ্গী এলাকা হতে র‌্যাব এবং জেলা প্রশাসক এর উদ্যোগে মাদক বিরোধী বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক ক্রয়-বিক্রয় এবং সেবনকারী ১১ জন আসামী’কে আটক এবং বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
আজ বৃহস্পতিবার সকালে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর মাজার বস্তি এবং টঙ্গী রেল স্টেশন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় সেবন করা হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান এর উপস্থিতিতে টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর মাজার বস্তি এবং টঙ্গী রেল স্টেশন এলাকায় একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে উক্ত এলাকা হতে বিভিন্ন মাদক ক্রয়-বিক্রয় এবং সেবনকারী ১১ জন আসামী যথাক্রমে ১। মোঃ কামরুল ইসলাম(৩২), পিতা-জহির উদ্দিন, সাং-ব্যাংকের মাঠ, থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-৬২/১৯, ০৬(ছয়) বছরের বিনাশ্রম কারাদন্ড, ২। মোঃ দোলন(২৮), পিতা-মৃত আব্দুল ওয়াজেদ উদ্দিন, সাং-টঙ্গী বাজার, থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-৬৭/১৯, ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড, ৩। মোঃ আলমগীর(৫৭), পিতা-মৃত ফাইজ আলী, সাং-কাজইর, থানা-পলাশ, জেলা-নরসিংদী, মোবাইল কোর্ট মামলা নং-৬৬/১৯, ০৬(ছয়) বছরের বিনাশ্রম কারাদন্ড, ৪। মোঃ লালু মিয়া(২৭), পিতা-মৃত হুমায়ুন কবির, সাং-এরশাদনগর, থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-৭১/১৯, ০৬(ছয়) বছরের বিনাশ্রম কারাদন্ড, ৫। স্মৃতি বেগম(২৩), স্বামী-লালু মিয়া, সাং-এরশাদনগর, থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-৬৯/১৯, ০৬(ছয়) বছরের বিনাশ্রম কারাদন্ড, ৬। মোঃ টিটু(৪০), পিতা-মৃত বদর উদ্দিন, সাং-টেকের বাড়ী, থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-৭০/১৯, ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড, ৭। মোঃ জাহাঙ্গীর (২৩), পিতা-মোঃ আঃ কাদের, সাং-আরমান নগর, হাজীবাড়ী, থানা-সরিষাবাড়ী, জেলা-জামালপুর, মোবাইল কোর্ট মামলা নং-৬৩/১৯, ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড, ৮। মোঃ শামসুল আলম(৫৫), পিতা-মৃত আমীর আলী, সাং-বালিয়াঘটি বাবুগদিয়া, থানা-সালতা, জেলা-ফরিদপুর, মোবাইল কোর্ট মামলা নং-৬৫/১৯, ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড, ৯। মোঃ গোলাম রব্বানী(২০), পিতা-মোঃ চাঁন মিয়া, সাং-সেক্টর ১৪, রোড-১০, সবুজ কলোনী, থানা-উত্তর পশ্চিম, ডিএমপি, ঢাকা, মোবাইল কোর্ট মামলা নং-৭২/১৯, ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড, ১০। মোঃ মনির হোসেন(৩০), পিতা-মোঃ কালু মিয়া, সাং-ব্যাংকের মাঠ, থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-৬৪/১৯, ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড, ১১। মোঃ শাহিন(২০), পিতা-মোঃ আঃ কাদির, সাং-ব্যাংকের মাঠ, থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-৬৪/১৯, ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় উপরোক্ত আসামীদের দখল হইতে ৭০০(সাতশত) পিস ইয়াবা ট্যাবলেট, ০৩(তিন) কেজি গাঁজা, ০৩(তিন) গ্রাম হেরাইন, ১১(এগার) টি মোবাইল ফোন, নগদ ১৫০০/-(এক হাজার পাঁচশত) উদ্ধার করা হয়।


ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ গাজীপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সেবন করে আসছিল। উক্ত অভিযান শেষে ধৃত ১১ জন আসামীদেরকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান কর্তৃক মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের দায়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনরে ৩৬ এর ১৬ ধারা মোতাবেক ধৃত আসামীদেরকে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের জন্য বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ ০৬(ছয়) মাস এবং সর্বনিম্ন ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানপূর্বক গাজীপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here