টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার ইসলামিক গ্রন্থাগারের উদ্যোগে ফ্রি সবজি বাজার

0
366
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে সামাজিক সংগঠন ‍”শহীদ আহসান উল্লাহ মাস্টার ইসলামিক গ্রন্থাগার”-এর উদ্যোগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের মানুষের জন্য ফ্রি সবজি বাজার খুলেছে। এখান থেকে প্রতিদিন বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় সবজি সংগ্রহ করতে পারবেন দুস্থ ও নিম্নআয়ের মানুষেরা।
মঙ্গলবার টঙ্গীর নোয়াগাঁও এলাকায় এ সবজি বাজার বসানো হয়। প্রথম দিন পাঁচটি ভ্যানে করে লাউ, কুমড়া, টমেটো, বাধাকপি, পুইশাক, কলমিশাক, শসা, কাঁচা মরিচ বিনামূল্যে সরবরাহ করা হয়। আজ বুধবার আরো ভ্যানের সংখ্যাবৃদ্ধি করে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ফ্রি সবজি বাজার বসিয়েছে।


সংগঠনটির সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক রেজাউল করিম জানান, করোনাভাইরাসের কারণে টঙ্গী শিল্প শহরের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও দুস্থ পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে। অনেকেই তাদের চাল, ডাল, আলু দিয়ে সহায়তা করলেও সবজির যোগান দিতে পারছে না এসব অসহায় মানুষ। তাই আমরা শহীদ আহসান উল্লাহ মাস্টার ইসলামিক গ্রন্থাগারের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষদের জন্য বিনামূল্যে সবজি সরবরাহ করার উদ্যোগ নিয়েছি।
রেজাউল করিম বলেন, যতদিন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকবে ততদিন এভাবে কাঁচা বাজারের যোগান দিবে সংগঠনটি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here