টঙ্গীতে সরকারি হাসপাতালের নার্সকে গুলির হুমকিতে কর্ম বিরতি

0
341
728×90 Banner

মো: জাহাঙ্গীর আকন্দ : টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের এক সিনিয়র নার্সকে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে আজ রোববার বেলা ১২ টা থেকে সরকারি হাসপাতালের নার্সসহ সকল ডাক্তারদের কর্ম বিরতি চলছে। এতে করে সরকারি হাসপাতালে আসা শত শত রোগীদের চিকিৎসা সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। হাসপাতাল সুত্রে জানা যায়, হাসপাতালের আউট সোর্সিং এর কর্মচারী তোহিদুল ইসলাম হৃদয় আজ বহিরাগত কয়েকজন সন্ত্রাসীদের নিয়ে হাসপাতালে প্রবেশ করে। এসময় হাসপাতালে নার্সদের রুমে গিয়ে সিনিয়র নার্স মশিউর রহমান কে গুলি করে মারার হুমকি দেয়। এ সময় হ্নদয় তার নির্দেশমত হাসপাতালে কাজ করার জন্য মশিউর রহমান কে হুমকি দিয়ে চলে যায়। পরে মশিউর রহমান বাদী হয়ে ৩ জনকে আসামী করে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেন। এঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে হাসপাতালে কর্ম বিরতি চলছে।
এব্যাপারে হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, আমরা সরকারি কর্মচারী হয়ে ও একজন আউট সোর্সিং কর্মচারীর কাছে প্রায় সময় লাঞ্চিত হই। হ্নদয়কে হাসপাতাল থেকে বিদায় না করা পর্যন্ত আমাদের কর্ম বিরতি অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here