টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে কিশোরের লাশ!

0
169
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে গত রাতে শিহাব (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শিহাব ব্রাহ্মণবাড়িয়া সদরের ভাদুঘর ভূইয়াপাড়ার ফারুক মিয়ার ছেলে। চুরি মামলার আসামি ছিল সে। জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টায় কেন্দ্রের ভিতরে অজুখানায় তুচ্ছ ঘটনা নিয়ে ছিনতাই মামলার আসামি আলিফের সঙ্গে শিহাবের হাতাহাতি হয়। একপর্যায়ে শিহাব অজ্ঞান হয়ে পড়ে। কেন্দ্রের কম্পাউন্ডার হেলাল উদ্দিন শিহাবকে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে চিকিৎসক রাকির হোসেন ওই কিশোরের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানান। এ ব্যাপারে ওই কেন্দ্রের তত্ত্বাবধায়ক এয়াতুজ্জামান জানান, দুজনের মধ্যে মারামারি হয়েছে। তবে কী নিয়ে তা জানেন না। টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ বলেন, ‘লাশ মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। অপমৃত্যু মামলা হয়েছে।’
গাজীপুরে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার
এদিকে গাজীপুর শহরের তিতারকুল সেতুর নিচ থেকে গতকাল বিকালে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস সদস্যরা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিকাল ৫টার দিকে ওই যুবক সেতুর রেলিংয়ে ঝুলছিল। স্থানীয় কয়েক যুবক তাকে উদ্ধার করতে যান। তার আগেই পানিতে পড়ে তলিয়ে যান তিনি।
মৃতের পরনে ছিল শুধু জিন্সের প্যান্ট। তার বয়স আনুমানিক ১৮-১৯ বছর। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here