টঙ্গীর তা’মীরুল মিল্লাতের দেশসেরা ফলাফল অর্জন

0
93
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : দাখিল পরীক্ষার পর এবার আলিম পরীক্ষায়ও দেশসেরা ফলাফল অর্জন করেছে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। এবার আলিম পরীক্ষায় অংশগ্রহনকারী মোট ১৪৫১ জন পরীক্ষার্থীর সকলেই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৫ জন, ‘এ’ গ্রেড পেয়েছে ৭৬৪ জন, ‘এ-’ পেয়েছে ১৭২ জন এবং ‘বি-’ পেয়েছে ১ জন। এবার মাদ্রাসাটির জিপিএ-৫ এর হার ৪৩.৪৬%। টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার বিজ্ঞান বিভাগ থেকে এবার মোট ৫৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৮৭ জন এবং সাধারণ বিভাগ থেকে মোট ৮৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২৮ জন। এবারের দাখিল পরীক্ষায়ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। গত বছরও মাদ্রাসাটি আলিম পরীক্ষায় দেশসেরা ফলাফল অর্জন করে।
এদিকে এবার আলিম পরীক্ষায় মাদ্রাসাটির ৩ জন ছাত্র অংশগ্রহণ করতে পারেনি। তাদের মধ্যে হাফেজ আব্দুল্লাহ আল-মামুন নামের একজন মেধাবী ছাত্র আলিম পরীক্ষার আগে সাতক্ষীরার গ্রামের বাড়িতে মায়ের কাছে দোয়া চাইতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন।
রোববার আলিম পরীক্ষার ফলাফল প্রকাশের পর বাদ জোহর মাদ্রাসা মিলনায়তনে জিপিএ-৫ প্রাপ্তদেও এক সংবর্ধনার আয়োজন করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here