টঙ্গীর বউ বাজারে বসতবাড়ি সহ জমি দখলের পায়তারা

0
562
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগর টঙ্গীর বউ বাজার এলাকায় বসতবাড়ি সহ জমি দখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, আরিচপুর মৌজার এস এ ৮৬,আর এস,১৪ নং খতিয়ানের জমি ওয়ারিশ ও খরিত সুত্রে মালিক রফিকুল ইসলাম গং। উক্ত জমি ২০০৯ সালে পৌর সার্ভেয়ার দ্বারা সিমানা নির্ধারন করার জন্য পৌরসভায় আবেদন পত্র দাখিল করে । কিনতু পার্শবর্তী জমির মালিক সাবেক কমিনার সুলতার উদ্দিন গং বার বার অনুপস্থিত থাকার কারনে পৌর সার্ভেয়ার দ্বারা সিমানা নির্ধারণ করা সম্ভব হয়নি । এর পর থেকে সাবেক কমিশনার সুলতার উদ্দিন গং তার জোর ও প্রভাব খাটিয়ে রফিকুল ইসলাম গং এর জমির সিমানা ভিতরেই বাড়ি নির্মান করেছেন। বাড়ি এমনভাবে নির্মাণ করছেন যে রফিকুল ইসলামের বাড়ি অন্ধকারে ঢাকা পড়ছে, আলো-বাতাস কিছুই ঠিকমতো প্রবেশ করতে পারছে না। এমনকি রফিকুল ইসলামের যাতায়াতের যে পথ, তা বন্ধ হয়ে গেছে , এ বিষয়ে প্রতিবাদ করলেই মারধর হুমকি দিয়ে আসছে। রফিকুল ইসলামের বাসার সামনে দিয়ে তার খোলা ড্রেনে বাথরমের পাইপ সংযোগ করে দিয়েছেন,খোলা ড্রেনের মলমুত্রের গন্ধে ঘরে বসবাস করতে পারছেনা । অত্যাচারে গৃহবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন রফিকুল ইসলাম ও তার পরিবার । টঙ্গীর আরিচপুর বউ বাজারে রফিকুল ইসলামের ভাতিজা নাজমুল ইসলামের এডভান্স প্রিÑক্যাডেট হাই স্কুল নামক একটি স্কুল ছিল,স্কুল প্রতিষ্টার শুরু থেকে সুলতান উদ্দিন,সামছুন নাহার ও নাজমা আক্তার পারিবারিক শত্রæতার জের ধরে নাজমুল ইসলাম ও তার চাচা রফিকুল ইসলামকে মারধর করে ঐ স্কুল বন্ধ করে দিয়েছে। বর্তমানে রফিকুল ইসলাম গং গৃহবন্ধি হয়ে মানবেতর জীবন যাপন করছেন ,সুলতান উদ্দিন গং একের পর এক প্রাণ নাশের হুমকি প্রদর্শন করেন। বর্তমানে অব্যাহত হুমকিতে রফিকুল ইসলাম পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here