টঙ্গীর মাজারবস্তিতে আগুন, পুড়লো ৫ শতাধিক ঘর

0
189
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর এক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচ শতাধিক ঘর পুড়ে গেছে।
শনিবার (২৭ নভেম্বর) ভোরের দিকে টঙ্গীর সেনাকল্যাণ ভবনের পাশে মাজার বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দিনমনি শর্মা জানান, টঙ্গী ঝিলের ওপর সরকারি জায়গায় গড়ে ওঠা মাজার বস্তিতে শনিবার ভোরে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুরের টঙ্গী, ঢাকার কুর্মিটোলা ও উত্তরার ফায়ার স্টেশনের নয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুই ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, মশার কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বস্তির ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার ছিল। আগুনের তাপে গ্যাস সিলিন্ডারগুলো পাইপ লিকেজ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। আগুনে ছোট ছোট কম বেশি পাঁচশ টং ঘর এবং ঘরে থাকা মালামাল পুড়ে গেছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।
গাজীপুর সিটি কর্পোরেশন এর ৫৭ নং ওয়ার্ড এর হাজী মাজার এলাকায় গত ভোর রাতে অগ্নিকাণ্ড সংগঠিত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. মোঃ আজমত উল্লা খান ,গাজীপুর সিটি কর্পোরেশন এর ভারপ্রাপ্ত মেয়র মোঃ আসাদুর রহমান কিরন, প্যানেল মেয়র মোঃ আব্দুল আলীম মোল্লা এবং স্থানীয় নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here