টঙ্গী থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

0
182
728×90 Banner

মোঃ শাহজালাল দেওয়ান : বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি, হত্যার হুমকি ও সারাদেশে বিএনপির নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। শনিবার বিকালে (৪ মে ) গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি টঙ্গীর নতুন বাজার আওয়ামীলীগের দলীয় কার্যলয় থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যলয় এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, মহানগর তাতী লীগের সভাপতি শাহ আলম,গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে এম নাছির, সাধারণ সম্পাদক রুহুল আমীন মনি সরকার, যুগ্মসাধারণ সম্পাদক মামুন মোল্লা,দপ্তর সম্পাদক আলাউদ্দিন মিয়া,গাজীপুর সিটি করপোরশেন ৫৬ ওয়ার্ড কাউন্সলির আবুল হোসনে ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু ,৫৫নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী হাসান উদ্দিন। ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ সেলিম, সদস্য সচিব মোক্তার হোসেন সোহেল,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ইয়াসিন,আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী খালেদুর রহমান রাসেল,যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ টিটু,সাধারণ সম্পাদক পদপ্রার্থী লুৎফর রহমান ও আলমগীর হোসেন,টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শুকুর আলী,সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মমিন মিয়া ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও টঙ্গী থানা মুক্তিযোদ্ধা প্রমুখ।
এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন ৭৫ এ জামায়াত বিএনপির দালালীর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেও ক্ষান্ত হতে পারেনি পরাজিত শক্তিরা।
২০২২ সালে দেশ যখন উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে আবারো সেই খন্দকার মোস্তাকের অনুসারিরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা দেশকে অশান্ত করতে শেখ হাছিনাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
পদ্মাসেতু এখন আর স্বপ্ন নয়, সেটা সত্যি হয়ে গেছে তার প্রমান আগামী ২৫ জুন প্রমান করবে বাংলাদেশ আওয়ামীলীগ। দেশের মানুষের অর্থায়নে আজ স্বপ্নের পদ্মাসেতু দিয়ে মানুষ পারাপার করবে। সেই কারনে বিএনপি জামাতের নেতা কর্মীদের সহ্য হচ্ছেনা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here