টঙ্গী ব্রিজ ও আব্দুল্লাহপুর এলাকায় তল্লাশিচৌকি বসিয়ে পুলিশের তল্লাশি

0
55
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঢাকার প্রবেশপথগুলোতে গতকাল শনিবার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। তাই গতকাল শনিবার সকাল থেকে ঢাকার প্রবেশমুখ টঙ্গী ব্রিজ ও আব্দুল্লাহপুর এলাকায় তল্লাশিচৌকি বসিয়ে তল্লাশি করতে দেখা যায় পুলিশকে। তা ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ এলাকা পর্যন্ত দশটি স্থানে তল্লাশিচৌকি বসিয়ে তল্লাশি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি না পাওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখা যায়নি। তবে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে নেতা-কর্মীরা অবস্থান নেন।
আবদুল্লাহপুর মোড়ে সড়ক ও সড়কের পাশে অবস্থান করতে দেখা গেছে ৪০ থেকে ৫০ জন পুলিশ সদস্যকে। কোনো যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল বা কোনো পথচারীকে সন্দেহ হলেই তাঁরা গতি রোধ করে তল্লাশি করেছে।
এ ছাড়াও টঙ্গীর তুরাগ নদের খেয়া (নৌকা) পারাপার বন্ধ করে দিয়েছে পুলিশ। গাজীপুর থেকে নদীপথে বিএনপির নেতা-কর্মীদের রাজধানীতে প্রবেশ ঠেকাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেয়া পারাপার বন্ধ ছিল।
এ ছাড়া টঙ্গীর তুরাগ নদের ওপর রেল সেতুতেও পুলিশ অবস্থান নিয়েছে। রেল সেতু পেরিয়ে যেতে তল্লাশিতে পড়তে হচ্ছে এই পথে চলাচলকারী জনসাধারণের।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মো. মাহবুব উজ জামান বলেন, ‘এটি আমাদের নিয়মিত তল্লাশির অংশ। বিএনপির কোনো নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়নি। যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here