
মাসুদ রানা পলক, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলার প্রাণকেন্দ্র সরকারি বালক বিদ্যালয় বড় মাঠে শনিবার (১৫ফেরুয়ারি) থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা-২০২০। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে তার স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে এবারের বইমেলা।
বিকেল ৩টায় গ্রন্থমেলা উদ্বোধন করলেন ঠাকুরগাঁওয়ের সুযোগ্য জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন অনুষ্ঠানে এবার বইমেলার একটি নতুন থিম নির্ধারণ করা হয়েছে। আর তা হলো বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ।
গ্রন্থমেলা অনুষ্ঠিত হবে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ প্রাঙ্গণে। ২২টি প্রতিষ্ঠানকে প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে এ মেলায়।
জেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী এ মেলা প্রতিদিন ১৫ থেকে ২২ ফ্রেরুয়ারী পর্যন্ত চলবে। ছুটির দিন সহ প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।
উক্ত গ্রন্থমেলা উদ্বোধনি অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ্বস) মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন ঘোষনা করেন ঠাকুুরগাঁও জেলা প্রশাসক- ড. কে এম, কামরুজ্জামান সেলিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অরুনাংশ দত্ত টিটো,চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ, শিক্ষক মনোতোষ কুমার,প্রেসক্লাব সভাপতি মোঃ মুনসুর আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষাথীরা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে গ্রন্থমেলায় অন্যান্যবারের মত এবারও শিশুচত্বর থাকছে মেলায়। এই কর্নারকে শিশুকিশোর বিনোদন ও শিক্ষামূলক অঙ্গসজ্জায় সজ্জিত করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষে গ্রন্থমেলার প্রবেশ ও বাহিরপথে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ।






