ঠাকুরগাঁও এ জাটিভাঙ্গা গণহত্যা দিবসে শ্রদ্ধা নিবেদন

0
182
728×90 Banner

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের জাঠিভাঙ্গা গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হায়েনাদের এদেশীয় দালালদের সহায়তায় আশপাশে এলাকার প্রায় শতশত নিরস্ত্র নিরীহ বাঙালিকে ধরে নিয়ে এসে লাইনে দাঁড় করিয়ে পাথরাজ নদীর পাড়ে নির্মমভাবে হত্যা করে।
পাকিস্তানী হানাদার বাহিনী তাঁদের হত্যা করার পর বিধবা স্ত্রীদের ওপর চালায় সীমাহীন নির্যাতন। সেই গণহত্যায় আত্মদানকারীদের স্ত্রীগণ আজও কেউ কেউ বেঁচে আছেন সেই স্মৃতি বুকে নিয়ে।
শোনা যায় পাকিস্তানি হানাদার বাহিনী চারদিকে মানুষ মেরে ফেলছে শুনতে পেয়ে জগন্নাথপুর, চকহলদি, সিঙ্গিয়া, চন্ডিপুর, আলমপুর, বাসুদেবপুর, গৌরিপুর, মিলনপুর, খামারভোপলা, শুকানপুকুরীসহ বহু গ্রামের কয়েক হাজার বাঙালি নর-নারী ও শিশু ২৩ এপ্রিল ভোরে ভারতের উদ্দেশে রাওয়ানা দেন। পথিমধ্যে তারা ওঠেন জাঠিভাঙ্গা এলাকায়।
খবর পেয়ে পাকিস্তানি বাহিনির সদস্যরা এসে ৩ হাজারেও বেশী মনাুষকে লাইন ধরে দাঁড় করিয়ে মেশিন গানের গুলিতে হত্যা করে। হত্যাযজ্ঞ চলে বিকাল পর্যন্ত। বিকালে তারা চলে গেলে এদেশীয় দোসররা পাশের নদীর পাড়ে লাশ ফেলে সামান্য মাটি চাপা দেয়।
সেই গণহত্যার স্মৃতিকে সম্মান জানাতে বাংলাদেশ সরকার ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখুরী ইউনিয়নের ওই যায়গাটিতে একটি স্মৃতিস্তম্ভ গড়ে তোলে।
করোনা মহামারীর মধ্যেও স্বাস্থ্যবিধী মেনে জাটিভাঙ্গা গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ-আল-মামুন উপজেলা প্রশাসন ঠাকুরগাঁও সদর এর পক্ষ থেকে গণহত্যায় শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডের সাবেক কমান্ডারগণ এবং শুখানপুখুরী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মোঃ আনিসুর রহমানসহ আরো অনেকে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here