ডিজিটাল জন নিরাপত্তা আইন বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

0
95
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আজ ২২ জুন সোমবার সকাল ১০ টায় দেশের বিভিন্ন জেলায় একযোগে এবং ঢাকা কেন্দ্রীয় ভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব শক্তির উদ্যোগে “জন নিরাপত্তার নামে জন হয়রানিমূলক ডিজিটাল জন নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রতিবাদী অবস্থান” কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইন বাকস্বাধীনতা বিরুধী কালো আইন, জননিরাপত্তার নামে জনহয়ারানি মূলক আইন, মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই কালো আইন ধারা গ্রেফতার করা হচ্ছে। আমরা এ হয়রানির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে আইন বাতিল করে গ্রেফতারকৃতদের মুক্তির জোর দাবি জানাচ্ছি।”
এসময় বাংলাদেশ যুব শক্তির কেন্দ্রীয় নেতবৃন্দ চলমান সংসদে আইন বাতিল না করলে কঠিন কর্মসূচির দেওয়া হবে বলে হুশিয়ারি দেন।
বাংলাদেশ যুব শক্তির আহ্বায়ক হানিফ বাংলাদেশীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, বিশিষ্ট রাজনীতিবিদ গোলাম ফারুক মজনু, আসিফ সালমান, নাহিদ রহমান পুতুল, ডাঃ মাহবুবা নারগিস, নুরুল ইসলাম বিপ্লবসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here