ডিজিটাল পদ্ধতিতে আদমশুমারি ২৪-৩০ ডিসেম্বর

0
108
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আগামী ২৪ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে দেশের ৬ষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রবিবার (১৪ নভেম্বর) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যাণ ব্যুারো (বিবিএস) প্রতি ১০ বছর পর দেশের প্রকৃত জনসংখ্যা ও গৃহের অবস্থা জানার জন্য আদমশুমারি ও গৃহগণনা পরিচালনা করে থাকে। এবার ৬ষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা ২০২১ আগামী ২৪ থেকে ৩০ ডিসেম্বর সময়ে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে।
স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে। এরপর ১৯৮১ সালে দ্বিতীয়, ১৯৯১ সালে তৃতীয়, ২০০১ সালে চতুর্থ এবং ২০১১ সালে পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here