ডেমরায় পুলিশ লাইন্স নির্মান কাজের মাস্টারপ্ল্যান পরিদর্শন করলেন আইজিপি

0
130
728×90 Banner

এস, এম, মনির হোসেন জীবন : রাজধানীর ডেমরার রাজাখালীতে ডিএমপিসহ পুলিশের পাঁচটি ইউনিটের জন্য আবাসন ও পুলিশ লাইন্স নির্মান কাজের মাস্টারপ্ল্যান পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহম্মেদ বিপিএম (বার)।
তিনি বুধবার সরেজমিনে ডেমরায় কায়েতপাড়া মৌজার উপর নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে যান এবং পরিদর্শন শেষে কিছু নির্দেশনাও প্রদান করেন।
আজ বৃহস্পতিবার ডিএমপির জনসংযোগ ও গনমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিঞ্জপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডেমরা রাজাখালীতে ৩৩.১১ একর জায়গায় নির্মিত হচ্ছে পুলিশ লাইন্স, আবাসিক ভবন ও ব্যারাক। এখানে মোট ৩৩.১১ একর জমির মধ্যে ডিএমপির জন্য বরাদ্দকৃত জমির পরিমান ৮.৯ একর। এই জমিতে ডিএমপির জন্য একটি পুলিশ লাইন্স, বহুতল আবাসিক ভবন ও অন্যান্য স্থাপনা নির্মান করা হবে।
সংবাদ কিঞ্জপ্তিতে আরও বলা হয়, আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) নদী তীরের সৌন্দর্য্য বর্ধনসহ ফোর্সের জন্য ডিপার্টমেন্টাল স্টোর, উন্নতমানের কেন্টিন নির্মান সহ টেকসই স্থাপনা নির্মানের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম (বার) সহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের শীর্ষ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন বলে সংবাদ বিঞ্জপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here