ঢাকাস্থ ব্রাহ্মণনবাড়িয়া জেলা আইনজীবী কল্যাণ সমিতির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

0
174
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঢাকা আইনজীবী সমিতির চতুর্থ তলার হলরুমে ২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার বিকেলে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী কল্যাণ সমিতি আয়োজিত প্রয়াত এড. মোঃ শফিউদ্দীন আহমেদ লিটন এবং প্রয়াত এড. আব্দুল আলীম মোল্লার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতি এবং ঢাকা আয়কর আইনজীবী সমিতির পাঁচ শতেরও অধিক আইনজীবীগণের উপস্থিতিতে দোয়া ও মিলাদ মাহফিলে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট এবং ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এড. শিব্বির আহমদ। স্বাগত বক্তব্যে এড. শিব্বির আহমদ বলেন, ঢাকাস্হ ব্রাহ্মণনবাড়িয়া জেলা আইনজীবী কল্যণ সমিতি শুধু মিটিং, পিকনিক, খেলাধুলা এবং মিলনমেলার মধ্যেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখবে না। এই সমিতি এসব কার্যক্রম করাসহ মানবতার কল্যাণমূলক বহুমুখী কার্যক্রমও পরিচালনা করে বাংলাদেশের সকল আইজীবী সমিতির মধ্যে সেরা ও মডেল সমিতি হিসেবে গণ্য হওয়া ছাড়াও এই সমিতির কল্যাণমূলক কার্যক্রমগুলো যেন দেশের সকল সমিতি অনুসরণ করে আইনজীবীদের সেবা ও কল্যাণে ব্রত হন। এড. শিব্বির আহমদ প্রায়ত আইনজীবী মোঃ শফিউদ্দীন আহমেদ লিটনের সহধর্মিণীকে নগদ ৫০ হাজার টাকা সমিতির পক্ষ থেকে প্রদানের ঘোষণা দেন এবং ভবিষ্যতে এই সমিতির কোনো আইনজীবী মৃত্যবরণ করলে তার পরিবারকে এই সমিতির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কমপক্ষে ৫০ হাজার টাকা প্রদান করার ঘোষনা প্রদান করেন এবং অতি অল্প সময়ের মধ্যেই এটি বাড়িয়ে যেন এক লক্ষ টাকা করা যায় সেজন্য সকল সদস্যগণের সহযোগিতা কামনা করেন।


ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এড. একেএম সালাহ উদ্দীনের সাঞ্চালনায় এবং এড. জসীম উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক ও মিলাদ মহফিল অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি এড. জালাল উদ্দীন, বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি এড. কামরুজ্জামান আনসারী, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. খুরশিদ আলম, ঢাকা আয়কর আইনজীবী সমিতির সবেক সভাপতি এড. এম এ মতিন, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. হযরত আলী, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এড. আব্দুল বাতেনসহ আরো আইনজীবীবৃন্দ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি এড. জসীমউদ্দীন আহমেদ তার সমাপনী বক্তব্যে বলেন, যাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় আজকের এই দোয়া ও মিলাদ মাহফিলটি সার্থক করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করাসহ উপস্থিত সকল আইনজীবীগণকে ধন্যবাদ জানিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আলোচনা পর্বের সমাপ্তি ঘোষনা করেন এবং দোয়া ও মিলাদ মাহফিল শুরু করার জন্য মওলানা সাহেবকে অনুরোধ করেন।
এড. মোঃ শফিউদ্দীন আহমেদ লিটন এবং এড. আব্দুল আলীম মোল্লা মৃত্যুবরণ করেন যথাক্রমে ৭ সেপ্টেম্বর ২০২১ এবং ২০ জুলাই ২০২১ তারিখে। মিলাদ শেষে এই দুই জন আইনজীবী এবং ঢাকা আইনজীবী সমিতিসহ আজ পর্যন্ত যত আইনজীবী ও তাদের আত্মীয়স্বজন মারা গেছেন তাদের সকলের গুনাহ মাফ করে আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং বিশ্ব থেকে করোনা মুক্তের জন্যও দোয়া করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here