ঢাকা উত্তর সিটিকর্পোরেশন: আর্ক হাসপাতাল থেকে ভাই ভাই মার্কেট পর্যন্ত যেন নদী

0
85
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু: ঢাকা উত্তর সিটিকর্পোরেশনের আওতাধীন সিএনজি পাম্প আর্ক হাসপাতালের সামনে থেকে আরম্ভ করে ভাই ভাই মার্কেট পর্যন্ত রাস্তায় হাঁটু সমান ময়লা পানি জমে আছে দীর্ঘদিন ধরে।। উত্তরা আজমপুর থেকে চামুর খান যেতে হলে শাহ কবির শাহ মাজার রোডটি একমাত্র পথ। এই এলাকা থেকে প্রতিদিন হাজার হাজার চাকুরী জীবি ও স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা রীতিমতো যাতায়াতের একমাত্র পথ। তারা অভিযোগের সরে বলেন ভালো জামা কাপড় পরে বেরহলাম কিন্তু এইখানে আসলেই গাড়িরচাকা ময়লা পানি ছিটে তখন আর ভালো কাপড় ভালো থাকেনা। রাস্তায় পায়ে হেঁটে যাওয়ার উপায় নেই। রিদওয়ান এলাহী নামের নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের ৩য় শ্রেণীর ছাত্র বলেন প্রতিদিন বাসা থেকে বেরিয়ে এসে এই রাস্তা দেখলে স্কুলে যেতে ইচ্ছে করেনা। কারণটা জিজ্ঞেস করলে বলেন গাড়ি পেতে সমস্যা ক্লাসে যেতে দেরি হয়। কাপড়চোপড় নোংরা হয়ে যায়। মিসরা বকাদেয়। নোংরা মনে করে। গার্মেস গামী নারগিস বলেন পচা পানি মাড়িয়ে অফিস করি। মেয়র,কাউন্সিলর কারো চোখে পড়েনা। শুধুমাত্র ভোটের সময় তাদের দেখাযায়। তখন আমরা তাদের মা খালা বোন হয়ে যাই। তাছাড়াও আর্ক হাসপাতাল কতৃপক্ষ বলেন রোগীর আত্নীয় স্বজনরা ক্ষোভ প্রকাশ করেন।রাস্তার পাশের দোকানীরা বলেন ময়লা পানি বল্লে ভুল হবে সরাসরি টয়লেটের পানি। দোকানের সামনে কাষ্টমার দাড়ানোর কোন উপায় নাই। মাজেমধ্যে দোকানের ভিতরেও পানির ছিটা আসে। হাজী বিল্লাত আলী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ বলেন শুধু এই রাস্তাই নয় এ এলাকার প্রতিটি রাস্তার বেহাল দশা। গাওয়াইর মাদ্রাসা থোকে আরম্ভ করে সিএনজি পাম্প, মাটির মসজিদ থোকে দক্ষিনখান পর্যন্ত,মাটির মসজিদ থেকে মুক্তিযোদ্বা রোড এই রাস্তা গুলোর অবস্থা দেখলে মনে হয় আমরা এখনো ইউনিয় পরিষদে বসবাস করি। রাস্তার বেহাল অবস্থা নিয়ে টেলিফোনে কথা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭ নং ওযার্ড কাউন্সিলর মোতালেব ও ৪৬,৪৭,৪৮ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইলোরা পারভীনের সাথে। তাদের বক্তব্য পাঠকের জন্য তুলে ধরা হলো।মোতালেব বলেন এই রাস্তা গুলোতো সিটি কর্পোরেশনের আমলের রাস্তা নয় এগুলো ইউনিয়নের সময়ে করা রাস্তা। বর্তমানে কোন সাখা রোড করার পরিকল্পনা হাতে নেই বাজেট নেই বলে জানান।তিনি আরো বলেন বিল্লাত আলী স্কুল রোডটি ৪৫, ৪৭,৫০ এ পড়ায় আরো সমস্যা হয়েছে। কেননা সাত মন দুধও জোগাড় হবে না রাধার নাছও দেখা যাবেনা। তবুও তিনি আশার আলো দেখালেন ২০২৩ সালে রাস্তাটির বরাদ্ব পেতে পারেন বলে তিনি আশাবাদী। অন্যদিকে মহিলা কাউন্সিলর ইলোরা পারভীন বলেন আমাদের হাতে কোন বাজেট নেই। আজমপুর থেকে মইনারটেক পর্যন্ত রাস্তাটি আমরা সেনাবাহিনীর অধীনে হস্তান্তর করেছি। রাস্তাটি প্রসস্থ হবে ৭২ ফিট পর্যন্ত। মেরামতের জন্য কোন বাজেট নাই।তবে জনদূরভোগ এড়াতে মোতালেব ভাই সহ আমরা সিটি কর্পোরেশন থেকে লোক এনে দুই চার দিনের মধ্যে পানি গুলো সরাবো বলে আসসাস দেন। তিনি আরো বলেন সারাদেশে কোথাও প্রধানমন্ত্রী নিজে কোন রাস্তা উদ্বোধন করেছেন কিনা আমার জানা নেই। তবে আমাদের সোৌভাগ্য আমাদের এই রাস্তা তিনি নিজেই উদ্বোধন করছেন। আমরা মিটিংয়ে বার-বার আমাদের এলাকার বেহালদশা তুলে ধরেছি। পিএম সহ মেয়র মহোদয়ও এই এলাকার রাস্তা ঘাটের অবস্থা জানেন। তবে আমাদের মেয়াদে হলেই জনগনের কাছে মুখ দেখাতে পারবো।তানা হলে সামনে আর ভোট চাইতে পারবোনা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here