ঢাকা-৫ আসনে ৬ হাজার পরিবারকে ঈদ সামগ্রী দিচ্ছেন রিপন

0
211
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ঢাকা-৫ আসনের ৬ হাজার পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরনের লক্ষ্যে আজ বুধবার বেলা ১১টায় যাত্রাবাড়ী এলাকার কাজলা সাড়ে তিন শত এবং সাড়ে ১২টায় ডেমরার কোনাপাড়া এলাকায় আড়াই শতসহ প্রথম দিনে মোট ৬ শত পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন।
এ সময় স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণত সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
জানা যায়, চলমান মহামারী করোনা ভাইরাস সংক্রমণের প্রথম থেকে ঢাকা-৫ আসন তথা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে নিয়মিত কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে আসছেন কামরুল হাসান রিপন। এর মধ্যে মাহে রমজান শুরু হলে ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলী থানার বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করে আসছেন তিনি। সেই ধারাবাহিকতায় আজ প্রথম দিন ৬ শত পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। এতে পর্যায়ক্রমে ৬ হাজার পরিবারকে ঈদ সামগ্রী পৌছিয়ে দিবেন রিপন।
ঈদ সামগ্রীতে প্রতিটি পরিবারের জন্য সাত প্রকারের পন্য দেওয়া হচ্ছে যার মধ্যে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১কেজি পিয়াজ, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি সেমাই এবং
হ্যান্ড স্যানিটাইজার রয়েছে।
এ প্রসঙ্গে কামরুল হাসান রিপন বলেন, আমি ধার-দেনা করে করোনা ভাইরাস সংক্রমণের প্রথম থেকে ঢাকা-৫ আসন এবং মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নিয়মিত ত্রাণ দিয়ে আসছি। রোজা শুরুর প্রথম দিন থেকে রোজাদারদের মধ্যে ইফতার দিয়ে আসছি প্রতিদিন। এখন মানুষের ইনকাম নেই এবং অনেকের ঈদ সামগ্রী কেনার মত সামর্থও নেই। ঢাকা-৫ আসনে আমার বেড়ে উঠা। এখানকার মানুষের সুখ, দূঃখ আবেগের সাথে আমি ছোট বেলা থেকে ওতপ্রোতভাবে জড়িত। সেই কারনে আমি ঢাকা-৫ আসনের ৬ হাজার পরিবারের নাম লিস্ট করেছি। সেই লক্ষ্যে আজ প্রথম দিন ৬ শত পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছি। পর্যায়ক্রমে লিস্টকৃত পরিবারকে দেওয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here