ঢামুসাসের উদ্যোগে মুলাদীর উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

0
85
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঢাকাস্থ মুলাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (ঢামুসাস) এর উদ্যোগে ১৫ এপ্রিল পানশী চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার, ঢাকার কলাবাগান বাসস্ট্যান্ড সংলগ্ন মুলাদীর উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। ঢামুসাসের সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন শরীফের সভাপতিত্বে এবং অনুষ্ঠান উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম জহিরুল ইসলাম ও ঢামুসাসের সাধারণ সম্পাদক মোঃ মুক্তি মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ জাহিদ হোসেন শিপন। প্রধান অতিথি ছিলেন মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুলাদী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক জি এস ডা. মুশতাক হোসেন, সাবেক ব্যাংকার আব্দুস সালাম ফরাজী, চরকালেখান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহসীন উদ্দিন খান, নাজিরপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মোঃ নাসির উদ্দিন শিকদার, এস কে ট্রিন্স এর ব্যবস্থাপনা পরিচালক এম এ কাইয়ুম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ বখতিয়ার উদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ড. আমিনুল কবির, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য, এড. মোঃ সাফায়েত হোসেন সজিব, গাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, মুলাদী উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এড. মিজানুর রহমান টিটু, আলোকিত মুলাদী সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব দীন মোহাম্মদ আলী চৌধুরী চঞ্চল। এ সময় ঢাকায় বসবাসকারী মুলাদী উপজেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মুলাদীর উন্নয়নে সামান্যতম কারপন্য করিনি। আগামী দিনেও মুলাদীর জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে আমি অঙ্গীকারাবদ্ধ। তিনি আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। স্বাধীনতার পরবর্তী সময়ে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী কখনই সংসদ সদস্য নির্বাচিত হয়নি। এবারই সেই সময় যে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীকে ঐ আসনে এমপি হিসেবে দেখতে চায় সংসদীয় আসনের সর্বস্তরের জনগণ। তিনি ঢামুসাসের সকল ইতিবাচক কর্মসূচির প্রশংসা করেন এবং আগামী দিনেও ঢামুসাসের পথ চলায় অংশিদার হওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here