
এস,এম,মনির হোসেন জীবন : ইউরোপে যাওয়ার পথে তিউনিশিয়ায় ভূমধ্যসাগর থেকে উদ্ধার হয়ে দেশে ফিরেছেন আরও ৯ জন বাংলাদেশি। বুধবার তাদেরকে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তারা নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিমানে দেশে ফেরেন ৯ বাংলাদেশী ।
বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক ও এপিবিএন পুলিশের এক কর্মকর্তা আজ বিষয়টি নিশ্চিত করেছেন।
অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে তিউনিশিয়ায় ভূমধ্যসাগর থেকে উদ্ধার হয়ে আইওএম এর মাধ্যমে ৯ বাংলাদেশী অবশেষে দেশে ফিরেছেন।
বিমানবন্দর সুত্রে জানা যায়, দেশে ফেরা ৯জনের মধ্যে সিলেটের হবিগঞ্জের ৬ জন রয়েছেন। তারা হলেন- সিলেট জেলার পোনাইচক গ্রামের সৈয়দ মোহাম্মদ আলী (১৯), শরীয়তপুরের রানা হাওলাদর (২০), মাদারীপুরের মিরাজ হোসেন (২১), হৃদয় আহাম্মেদ (২০), আরমান মিয়া (২৪), আব্দুল বারিক (২৪), মোতাব্বির হোসেন (২২), ইলিয়াছ উদ্দিন (৩১) ও তাহির মিয়া (২৯)। এবং মাদারীপুরের মিরাজ হোসেন (২১)।
এদের মধ্যে সিলেট জেলার পোনাইচক গ্রামের সৈয়দ মোহাম্মদ আলী (১৯) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাসসকে জানান, প্রথমে ট্যুরিস্ট ভিসায় দালালের মাধ্যমে কলকাতা, (দিল্লি) , শ্রীলংকা, কাতার এবং পরে সে তুরস্ক হয়ে লিবিয়া যাই। লিবিয়া হয়ে সাগর পথে ইতালি যাবার সময় ভূমধ্যসাগরে ট্রলার ডুবলে জেলেরা আমাদের উদ্ধার করে তিউনিশিয়া পুলিশের কাছে হস্তান্তর করেন। মঙ্গলবার কারা আইওএম এর মাধ্যমে ৯ বাংলাদেশী দেশে ফিরেন। বুধবার তারা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ফিরে যান।
