তিন দফা দাবিতে কাঁকড়া, কুচিয়া খুচরা ব্যবসার সাথে জড়িতদের মানববন্ধন

0
168
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কাঁকড়া, কুচিয়া খুচরা ব্যবসার সাথে জড়িত মৎস্যজীবী সরবরাহকারী পরিবহন ও রপ্তানিকারকরা। শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শাহ সুজা মিল্লাত (সিআইপি) এ মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন। এ সময় বক্তারা তাদের তিন দফা দাবির মধ্যে ক্ষতিগস্ত মৎস্যজীবী ব্যবসায়ীদের ক্ষতি পূরণ, এনজিও ও ব্যাংকের ঋণ মওকুফ এবং দ্রুত চীন দেশে কাঁকড়া রপ্তানি ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ লাইভ এন্ড চিল ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েসনের সাবেক সহ-সভাপতি রুবেল সরকার, সহ-সভাপতি ভজন কুমার সাহা, রপ্তানিকারক মনিরুজ্জামান, কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি রবীন্দ্রনাথ বর্মন, মহানগর (দক্ষিণ) মৎস্যজীবী লীগ নেতা এবিএম নুরুজ্জামান চঞ্চল, মৎস্যজীবী লীগ যাত্রাবাড়ী থানার সভাপতি আব্দুস ছালাম বাবলা, সাধারন সম্পাদক আহম্মেদ শাকিল ইসলাম, মাহফুজুর রহমান খান রাহাত, গৌতম সরকার, মোহাম্মদ সুমন হোসেন তালুকদার ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here