
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানী তুরাগের পাকুরিয়া এলাকা থেকে ৯৩পিস ইয়াবা ট্যাবলেটসহ তুরাগের খ্যাতনামা প্রতারক মোঃ সেলিম মোল্লা (৪৫)”কে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ । শনিবার ( ৬ই ফেব্রয়ারি) দিনগত রাত সাড়ে ৮টার দিকে উক্ত খ্যাতনামা প্রতারক ও মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ । তুরাগ থানা পুলিশের উপ পরিদর্শক ( এস আই) শাহিন হোসেন খান জানান, শনিবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, তুরাগ থানাধীন যাত্রাবাড়ী পাকুরিয়া রোডে রিক্সা যোগে প্রতারক সেলিম মোল্লা তার এক সহযোগীসহ ইয়াবার একটি চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে । বিষয়টি তৎক্ষণাৎ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করি । পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হই । এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেলিম মোল্লার সহযোগী দৌড়ে পালিয়ে যায় । এদিকে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় প্রতারক সেলিম মোল্লাকে আটক করতে সক্ষম হই । এ সময় তার সাথে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । গ্রেপ্তারকৃত সেলিম মোল্লা গোপালগঞ্জ জেলার, কাশিয়ানি থানার, কুসুমদিয়া গ্রামের শফিউদ্দিন মোল্লার ছেলে । বর্তমানে উত্তরা পশ্চিম থানার ১৩নং সেক্টরের ১১নং রোডের ৯০ নাম্বার বাড়ির ৪র্থ তলার একটি ফ্ল্যাটে বসবাস করতো । একটি সূত্রে জানা যায়, প্রতারক সেলিম মোল্লার বিরুদ্ধে প্রতারণা, নারী কেলেংকারিসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন থানা ও কোর্টে একাধিক জিডি এবং মামলা রয়েছে । পুলিশের উপ পরিদর্শক শাহিন হোসেন খান আরও জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নং-৭, তাং ৭/২/২০২১ইং ।






