তুরাগে ডিয়াবাডি ইউনিটি ক্লাবের শুভ উদ্বোধন

0
151
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ “শিক্ষা শান্তি, ঐক্য প্রগতি” এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর তুরাগের ডিয়াবাডি ইউনিটি ক্লাব নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে । শনিবার (২৯ শে আগস্ট ) বিকেল ৫টার দিকে ডিয়াবাডি বি আর টিএ অফিসের বিপরীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই ক্লাবের শুভ উদ্বোধন করা হয় । প্রফেসর মোঃ শাহআলম অ্যাম্বাসেডর ফর পিস ইউ. পি. এফ. সিওল, কোরিয়া, ফাইন্ডার ট্রাস্টি এন্ড ট্রেজারার বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি উপস্থিত থেকে এ ক্লাবের উদ্বোধন করেন । ক্লাবের সভাপতি মোঃ সৈকত রায়হানের সভাপতিত্বে, তুরাগ থানা আওয়ামী- যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন নাসিমের সার্বিক দিকনির্দেশনায় ও ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজিদ হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটির ৫৩নং ওযার্ড কাউন্সিলর বীর- মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তুরাগ থানা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ জিযয়াউল হক জামাল, তুরাগ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দিন সাহেব, তুরাগ থানা আওয়ামী- যুবলীগের আহ্বায়ক নিত্য চন্দ্র ঘোষ । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিয়াবাডি ইউনিটি ক্লাবের উপদেষ্টা হাজী সিরাজুল ইসলাম ওমর, মনসুর আলী, হাজী রফিকুল ইসলাম, হাজী শফিকুল ইসলাম স্বপন, তুরাগ থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সোলেমান ওসমান, ৫৪নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ হারুন অর রশিদ, ৫৩নং ওযার্ড যুবলীগ নেতা মাসুদ রানা জালাল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ । সমাজ থেকে মাদক নির্মূল, শিশুদের স্কুল মুখী করা, অসহায়দের সাহায্য করা সহ বিভিন্ন রকম সমাজ সেবামূলক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করার লক্ষ্যে সদ্য এস এস সি পাস, ইন্টার ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারের প্রায় ১ শতাধিক শিক্ষার্থী মিলে এলাকার মুরুব্বীদের সূ পরামর্শে এই ডিয়াবাডি ইউনিটি ক্লাবটি প্রতিষ্ঠা করেন । উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, তরুণরাই দেশ, জাতি ও সমাজের উজ্জ্বল নক্ষত্র, জাতির আগামী দিনের কর্ণধার। দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে জাতির মূল চালিকাশক্তি হলো তরুণরাই। তরুণ প্রজন্মই আমাদের দেশ-জাতিকে ধীরে ধীরে উন্নতির দিকে টেনে নেয়ার বিরাট ভূমিকা রাখে এবং রেখে আসছে যুগে যুগে । তবে আমাদের দেশের তরুণ ও যুব সমাজের একাংশ নানাভাবে জড়িয়ে যাচ্ছে মরণ নেশা মাদকের সঙ্গে । এ নেশা এমনই এক নেশা ধীরে ধীরে বিবর্ণ করে দিচ্ছে আমাদের সবুজ তারুণ্যকে। নষ্ট করে দিচ্ছে দেশের ভবিষ্যৎ । আমাদের দেশে রয়েছে পর্যাপ্ত তারুণ্যনির্ভর জনশক্তি। দেশের এ মূল্যবান সম্পদ মাদকের চোরাচালান ও অপব্যবহারের কবলে পড়ে যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়, উন্নয়ন বাধাগ্রস্ত হয় । নেশার ছোবলে পড়ে এ যুবসমাজ কর্মশক্তি, সেবার মনোভাব ও সৃজনশীলতা হারিয়ে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি সাধন করছে । দেশগড়ার কারিগর সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদক। মাদকের কারণেই বুক ফাটা কান্নায় পৃথিবীর আকাশ বাতাস ভারি হয়ে যায়। রাতের অন্ধকার আরও নিঃসঙ্গ হয়ে ওঠে পরিবারগুলোতে। এক জরিপে দেখা গেছে, বর্তমান দেশে মাদকাসক্তদের সংখ্যা কমপক্ষে ৫০ লাখ । কোন কোন সংস্থার মতে ৭০ লাখ। নব্বইয়ের দশকে যার পরিমাণ রেকর্ড করা হয় ১০ লাখেরও কম এবং মাদকসেবীদের মধ্যে ৮০ শতাংশই যুবক, তাদের ৪৩ শতাংশ বেকার। ৫০ শতাংশ অপরাধের সঙ্গে জড়িত রয়েছে। কিছুদিন আগেও যারা ফেনসিডিলে আসক্ত ছিল তাদের অধিকাংশই এখন ইয়াবাতে আসক্ত। সম্প্রতি ইয়াবা আমাদের দেশের তরুণ যুবসমাজকে গ্রাস করেছে। প্রতিদিন যেমন ইয়াবা ধরা হচ্ছে তেমনি প্রতিদিন হাজার হাজার পিস ইয়াবা তরুণরা গ্রহণ করছে । আমাদের তরুণরা বিশ্বের অন্যান্য দেশের তরুণদের সঙ্গে তুলনা করলে কোন অংশেই মেধা, মনন ও উন্নত চিন্তা-চেতনার দিক দিয়ে কম নয়। এক কথায় নিজ দেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার দিকে তাকালে দেখা যায়, আমাদের দেশের ছেলেমেয়েরা ভাল অবস্থান দখল করে আছে; তথ্যপ্রযুক্তিসহ অন্যান্য ক্ষেত্রেও নতুন নতুন আবিষ্কার করে চমকে দিচ্ছে বিশ্বকে। আর আমাদের এসব অগ্রগতি-গৌরবকে ধ্বংস করার লক্ষ্যে কতিপয় দেশ পেছনে লেগে আছে দীর্ঘদিন ধরে। এসব দেশ বিভিন্ন অপকৌশলে আমাদের তরুণ সমাজের ভেতর ঢুকিয়ে দিচ্ছে এমন কিছু মারাত্মক ক্ষতিকর অপসংস্কৃতি যা আমাদের সন্তানদের মেধাকে ধ্বংস করে বিপথগামী করার পাশাপাশি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিচ্ছে। এর মধ্যে নামে বেনামে মাদককেই প্রথম সারির একটি বলতে হবে । তাই অপরাধ হ্রাস করতে হলে অবশ্যই মাদক নিয়ন্ত্রণ করতে হবে। মাদক ব্যবসায়ীদের শক্ত হাতে দমন করতে হবে । এই ভয়াল মাদক তারুণ্য, মেধা, বিবেক, লেখাপড়া, মনুষ্যত্ব সবকিছু ধ্বংস করে দিচ্ছে। বিনষ্ট করে দিচ্ছে স্নেহ-মায়া, ভালবাসা, পারিবারিক বন্ধন । শুধু মাদকবিরোধী কার্যাবলীতে অংশ নিলেই চলবে না, বরং প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে । তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হলে তাদের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ড ও সুস্থ বিনোদনের সুযোগ রাখা প্রয়োজন । এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধে সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন । মাদকাসক্ত অভ্যাস নির্মূলের জন্য যুব সমাজের একটি সিদ্ধান্ত যথেষ্ট। যুব সমাজের একটি দৃপ্ত শপথই পারে তাদের মাদকের অন্ধকার থেকে ফেরাতে। মাদকাসক্ত হয়ে পৃথিবীতে কেউ কিছুই করতে পারেনি নিজেকে ধ্বংস ছাড়া। তাই আসুন মাদক মুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন শুরু করি। মাদকমুক্ত সমাজই হোক তারণ্যের অহঙ্কার।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here