
এস,এম,মনির হোসেন জীবন : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) এর একটি দল রাজধানীর মিরপুরের দারুস সালাম থানা এলাকায় গরু ভর্তি ট্রাকে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
আজ শনিবার দুপুরে র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ ইউনুস হোসেন (৩৮), তার বাড়ি কক্সবাজার জেলায়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ৪টি গরু ভর্তি একটি ট্রাক , একটি মোবাইল ফোন, নগদ ১২ হাজার ৯২০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-৪ এর সহকারী পরিচালক আরও জানান, শুক্রবার বিকেল সাড়ে ৬টার দিকে র্যাব-৪ এর একটি দল রাজধানীর দারুস সালাম থানার এলাকায় গোপনে গরু পরিবহনের ট্রাকে অভিযান চালায়। এসময় বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের মাদক কারবারি মোঃ ইউনুস হোসেন (৩৮)কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম ও কক্সবাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, প্রাইভেটকারে করে রাজধানী ঢাকার মিরপুরসহ আশে-পাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।






