দুর্গম পাহাড়ি এলাকায় করোনার টিকা পৌঁছে দিচ্ছে বিমান বাহিনী

0
120
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : দেশের দুর্গম পাহাড়ি এলাকায় করোনাভাইরাসের টিকা পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে বিমান বাহিনী। একটি বেল-২১২ হেলিকপ্টারের মাধ্যমে মঙ্গলবার (১০ আগস্ট) করোনার ভ্যাকসিনসহ পাঁচ সদস্যের একটি টিকা প্রদানকারী দলকে বান্দরবান জেলার বড়থলীপাড়ায় পৌঁছে দেওয়া হয়।
আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনীর বেল-২১২ হেলিকপ্টারটি চট্টগ্রামের পতেঙ্গার বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে প্রথমে কাপ্তাই যায়। সেখান থেকে ভ্যাকসিনসহ স্বাস্থ্যকর্মীদের নিয়ে দুর্গম পাহাড়ি এলাকা বান্দরবানের বড়থলীপাড়ায় পৌঁছে দেয়।
দেশের এই জরুরি অবস্থাতেও দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত জনগণের মাঝে করোনার টিকা নিশ্চিত করার উদ্দেশ্যে বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে এই সেবা দেওয়া হয়। টিকা পৌঁছে দেওয়ার এই কার্যক্রম চালিয়ে যাবে বিমান বাহিনী।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here